শিলিগুড়ি , ৯ আগস্ট:- ২১ এর নির্বাচনকে নজরে রাখছেন কেন্দ্রের শাসক দল থেকে শুরু করে রাজ্যের শাসক দল পর্যন্ত । তা এই নির্বাচনের আগে শক্ত হাতে মাঠে নামতে চাইছেন রাজ্যের শাসক দল । ক্রমশ বিজেপিকে জোর ধাক্কা দিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস । শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুণি ও তিনলাইন এলাকার ১০০ পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নতুনদের হাতে দলীয় পতাকা তুলে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা ফাঁসিদেওয়ার ব্লক ২ এর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজয় মজুমদার,রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবোতোষ মন্ডল ,নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ ,বিধাননগর ২ নং অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সরকার সহ অন্যান্যরা । এই বিষয়ে কাজল ঘোষ বলেন যে এদিন মোট ১০০ টি পরিবার আমাদের দলে যোগদান করলেন। এবং এতে আমাদের দল বেশি শক্তিশালী হল । যদিও আজকে আরও অনেকেই যোগদান করতেন কিন্তু বৃষ্টির কারণে তারা আসতে পারেনি । এবং আগামী দিনে অনেকেই আমাদের দলে যোগদান করবে।