মালদা , ৮ আগস্ট:- লকডাউন সফল করতে শনিবার সকাল থেকেই মালদা শহর জুড়ে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন এলাকায় রয়েছে মোতায়েন।শহরের মহানন্দা সেতুর ওপরে লকডাউন অমান্যকারীদের কান ধরে উঠবস করালেন জেলা ট্রাফিক পুলিশ। নির্দেশিকা অমান্য করে মাস্ক ছাড়া অযথা রাস্তায় বেরিয়ে ঘুরাঘুরি করতে থাকা মানুষদের পুলিশ পাকড়াও করে চালাই কানধরে উঠবস। যদিও পুলিশ এই সমস্ত মানুষদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দেন।
শনিবার রাজ্য প্রশাসনের নির্দেশ মতো চলছে আগস্ট মাসে দ্বিতীয় লকডাউন। সকাল থেকে মালদা শহরের বিভিন্ন দোকানপাট বাজার হাট সর্বত্রই রয়েছে বন্ধ জরুরি পরিষেবায় নিযুক্ত যানবাহন ও ঔষধের দোকান ছড়া সর্বত্রই রয়েছে বন্ধ। শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ। প্রশাসনিক নির্দেশিকা অনুসারে লোকডাউনের বিধি নির্দেশিকা অমান্য করলেই আইনত ব্যবস্থা তাই স্পষ্ট করে দিয়েছে পুলিশ।শহরের রথবাড়ি পোস্ট অফিস মোর রবীন্দ্র ভবন এলাকার সর্বত্রই পুলিশ মোতায়েন রয়েছে।