হাওড়া , ৮ আগস্ট:- আজ শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন চলছে। চলতি মাসের আজ দ্বিতীয় লকডাউন । এর আগে লকডাউন ছিল এই মাসের গত ৫ তারিখে । আনলক পর্বে কোভিড সংক্রমণের শৃঙ্খলা ভাঙতেই সাপ্তাহিক এই লকডাউন পদ্ধতি কার্যকর করতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন । হাওড়াতেও আজ সকাল থেকে পূর্ণ লকডাউন শুরু হয়েছে । হাওড়া ব্রিজে হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের তরফ থেকে নাকা চেকিং চলছে । গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, শহরে বাজার , দোকান সব বন্ধ রয়েছে। রাস্তাঘাট প্রায় শুনশান রয়েছে।রাস্তায় মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। এর আগেও লকডাউনের দিনগুলিতে কড়া হাতেই নিয়ন্ত্রণ কার্যকর করতে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসনকে। লকডাউন কার্যকর করতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল পুলিশকে । আজ শনিবার লকডাউনে প্রশাসনের কড়া নজর রয়েছে । পরের সপ্তাহে আর কোনও লকডাউন হচ্ছেনা। এই মাসের ২০ , ২১ , ২৭, ২৮ এবং ৩১ আগস্ট তারিখে লকডাউন হবে সারা রাজ্য জুড়ে । ইতিমধ্যেই বঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৬৬৬ পার করেছে এবং গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯১২ জন । এই কোভিড সংক্রমণের শৃঙ্খলা ভাঙতেই লকডাউন চলছে সারা রাজ্যে।
Related Articles
সাংসদের ঘাড়ে বিধায়ক প্রতিদ্বন্দ্বী , কল্যাণের কাঁধে চেপেই কাঞ্চনের কল্যাণ উত্তরপাড়ায়।
সুদীপ দাস , ২৯ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরে তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে বিশাল মিছিল করে ভোটের প্রচার সারলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। এদিন কোন্নগর বাগখাল থেকে সাধুর ঘাট অবধি বিশাল মিছিল করে ভোটের প্রচার সারেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী ও প্রার্থী কাঞ্চল মল্লিক। মিছিল থেকে স্লোগান ওঠে পদ্ম ফুল পিষে […]
আমতায় বিজেপির মহিলা প্রতিনিধি দল।
হাওড়া, ১৯ জুলাই:- হাওড়ার আমতায় বিজেপির মহিলা প্রতিনিধি দল। পাঁচ সদস্যের ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম বুধবার সকালে আমতায় এসে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। এদিন আমতায় আসেন বিজেপির ওই মহিলা প্রতিনিধি দল। আক্রান্তদের দেখতে আমতায় আসেন তারা। আক্রান্তদের কথা শোনেন তারা। এরা সকলেই বিজেপির মহিলা সাংসদ। এই দল তাদের বক্তব্যে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রীকে। ভোট সন্ত্রাসের […]
কলেজ শিক্ষকের, “একলা চলো রে” অভিনব প্রচার সাইকেলে চেপে।
নদীয়া,২ মে:- মুর্শিদাবাদের বেলডাঙা কলেজের ইতিহাসের অধ্যাপক এবং এন, এস, এস- এর কো অর্ডিনেটর সুমিত ঘোষ। লকডাউনে তিনি এবার সাইকেলে চেপেই বেড়িয়ে পড়েছেন করোনা সচেতনতার অভিযানে। নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা সুমিতবাবু সাইকেলে চেপে কাগজের পোস্টার তৈরী করে তাঁর এক ছাত্রকে সাথে নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায়। সাথে রেখেছেন বিস্কুট, ক্ষুধার্থ মানুষ দেখলেই তাদের দিকে এগিয়ে […]