এই মুহূর্তে জেলা

বৃদ্ধা মায়ের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে।


বনগাঁ, ২ মে:- ৬৫ বছরের বৃদ্ধা অসুস্থ মা ঘরে রয়েছে মাকে খেতে দেয় না ছেলে। এমনকি মায়ের অসুস্থতার খবর নেয় না ছেলে। অসুস্থ হয়ে শুয়ে থাকতে থাকতে গায়ে হয়েছে ঘা, তবুও হুশ নেই ছেলের। ছেলে পাশের একতলা বাড়িতে সুখে দিন যাপন করছে নিজের ছেলে মেয়েকে নিয়ে কিন্তু পাশের ঘরে মা অবহেলায় একা একা পড়ে রয়েছে। এমনি মায়ের উপর অত্যাচার করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। দাদা বৌদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বৃদ্ধার মেয়ে স্বপ্না দেবনাথ।

ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কুড়ির মাঠ এলাকায়৷ স্বপ্না দেবীর অভিযোগ সম্পত্তির ভাগ না দেওয়ায় বৃদ্ধা মাকে খেতে পড়তে দিত না ছেলে রামচন্দ্র নাথ। অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করতো না। অসুস্থ মায়ের ঘরে আলোর ব্যবস্থাও করেনি ছেলে। অভিযুক্ত ছেলের নাম রামচন্দ্র নাথ। পেশায় গাড়ী চালক। বৃদ্ধার নাম পূর্ণিমা নাথ। বৃদ্ধার দুই মেয়ে বিবাহিত। দিন কয়েক আগে বৃদ্ধা পূর্ণিমা নাথ গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।