এই মুহূর্তে জেলা

ভারতের প্রধানমন্ত্রী কেন রামমন্দিরের শিলান্যাস করবেন ? হাওড়ায় প্রশ্ন তুললেন বাম নেতা বিমান বসু।


হাওড়া , ৩ আগস্ট:- ৫ তারিখের লকডাউন নিয়ে বিজেপির রাজনৈতিক চাপান উতোর প্রসঙ্গে কড়া জবাব দিলেন বাম নেতা বিমান বসু। সোমবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘এর কোনও প্রয়োজন নেই। ওইদিন কমরেড মুজফফর আহমেদের জন্মদিন। ১৯৬৩ সাল থেকে সেটি আমরা পালন করে আসছি। সেটা আমরা এবার পালন করতে পারছি না। আমরা তো এনিয়ে কোনও বিদ্রুপ মন্তব্য করছি না। সুতরাং ওই তারিখ নিয়ে কেন বিতর্ক হচ্ছে বুঝতে পারছি না। তবে হ্যাঁ গতবছর এই দিনে কাশ্মীরের স্ট্যাটাস কেড়ে নেওয়া হয়েছিল।

বিজেপির রামমন্দির তৈরি করার জন্য ওই দিন বেছে নেওয়া অন্যায় হয়েছে। বিজেপির কোনও নেতা রামমন্দিরের শিলান্যাস করতেই পারেন। তবে ভারতের প্রধানমন্ত্রী কেন রামমন্দিরের শিলান্যাস করবেন ? এটার মানে কি ? রাষ্ট্রের কি কোনও ধর্ম থাকে ? রাষ্ট্র সব ধর্মের সমান অধিকার দেয়। আরএসএসের নেতৃত্বে বিজেপি এই অবস্থা তৈরি করেছে।’ সোমেন মিত্রের মৃত্যু প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘উনি ভালো সংগঠক ছিলেন। তিনি মনে করতেন তৃণমূল এবং বিজেপি বিরোধী ভোটকে একজায়গায় আনতে পারলে সুবিধা হবে। তাই তিনি বামপন্থী শক্তির সঙ্গে বোঝাপড়া করছিলেন। তার চলে যাওয়া ক্ষতি হল।’