এই মুহূর্তে জেলা

সমাজের উন্নয়নমূলক কাজে নিযুক্ত মহিলাদের সংবর্ধনা দিলো রিষড়া পৌরসভা।

তরুণ মুখোপাধ্যায়, ৬ অক্টোবর:- বুধবার দেবীপক্ষের সূচনাকালে সমাজের উন্নতি কল্পে যেসব মহিলারা চেষ্টা চালাচ্ছেন সেই সকল মহিলাদের রিষড়া পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হল। লাহা ঘাট কমিউনিটি হলে আয়োজিত জাগো দুর্গা নামক এই অনুষ্ঠানে যেসব মহিলারা সমাজে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের হাতে সম্মাননা তুলে দিলেন রিষড়া পৌরসভার মুখ্যপ্রশাসক বিজয় সাগর মিশ্র সহ অন্যান্য কো অর্ডিনেটের ও প্রশাসক মন্ডলীর সদস্যবৃন্দ। এই অনুষ্ঠানে পুর প্রশাসক বিজয় সাগর মিস্র বলেন আমাদের সমাজে মহিলারাই হচ্ছেন আসল চালিকাশক্তি, মাতৃরূপা আরএই সব মহিলারা আমাদের সমাজকে ধরে রেখেছেন। একদিকে যেমন তারা সংসার সামলাচ্ছেন তার সঙ্গে সঙ্গে একই ভাবে দক্ষতার সঙ্গে বাইরের কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। মহিলা পুলিশকর্মীরা মহিলা চিকিৎসকবৃন্দ মহিলা স্বাস্থ কর্মীরা সাফাই কর্মী সহ অন্যান্য মায়েরা হচ্ছেন তার প্রকৃষ্ট উদাহরন। আজ সেইসব দুর্গাদের সন্মান জানাতে পেরে গর্ববোধ করছি। অনুষ্ঠানে বিজয় সাগর মিস্র ছাড়াও উপস্থিত ছিলেন জাহিদ হাসান খান, হর্ষ প্রসাদ বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা দাস, মনোজ গোস্বামী, মনোজ সাউ, তাপস সরখেল সহ পুরসভার মুখ্য আধিকারিক তাপস ঘোষ এবং স্বাস্থ্য বিষয়ক নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলি।