কলকাতা , ৮ মার্চ:- বহুতলে আগুন। সোমবার সন্ধেয় বড়সড় আগুন লাগে স্ট্র্যান্ড রোডের একটি বহুতল ভবনে। বাড়িটির ১৩তলায় ঘটে এই অগ্নিকাণ্ড। ধোঁয়ায় ভরে যায় এলাকা। ধোঁয়ার সঙ্গে আগুনের শিখা দেখা যায় বহু দূর থেকে। ঘটনাস্থলে প্রাথমিকভাবে যায় ১০টি দমকলের ইঞ্জিন। উঁচুতলায় আগুন নেভানোর জন্য প্রাথমিকভাবে নীচ থেকে চেষ্টা করা হলেও পরে আনা হয় হাইড্রলিক ল্যাডার। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। দমকলের একটি সূত্রে জানা গেছে, সন্ধে ৬টা ১০ নাগাদ এই অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা।
ওই বাড়িতে পূর্ব রেলের একটি অফিস ছাড়াও আছে অন্যান্য অফিস। প্রাথমিকভাবে জানা গেছে ওপরতলের যে অফিসটিতে আগুন লাগে সেই অফিসে ঘটনার সময় কেউ ছিলেন না। ফলে আটকে পড়ে প্রাণহানির সম্ভাবনাও নেই। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোটা বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশকর্মীরা। দুর্ঘটনা এড়াতে তাঁরা জায়গাটি ঘিরে ফেলেন। করা হয় যান নিয়ন্ত্রণ। সপ্তাহের প্রথমদিন হওয়াতে এমনিতেই এদিন রাস্তায় গাড়িঘোড়ার সংখ্যা বেশি। আর যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে সময়ে অফিস ফেরতা জনগণ বাড়িমুখো। যান নিয়ন্ত্রণের জন্য তৈরি হয় সাময়িক যানজট। ঘুরপথে ফিরতে হয় অফিসযাত্রীদের। ফলে অফিসযাত্রীদের ট্রেন ধরতে হাওড়া স্টেশন পৌঁছতে অনেকটা সময় লেগে যায়।