এই মুহূর্তে জেলা

গাছকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল বিধাননগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যারা

vশিলিগুড়ি , ৩ আগস্ট:- শিলিগুড়ি মহকুমার বিধাননগর অভিনব কায়দায় পালিত হল রাখি বন্ধন উৎসব। এদিন বিধান নগর মুরালিগঞ্জ মহানন্দা নদীর পারে গাছকে রাখি পরানোর পাশাপাশি ১০০টি বৃক্ষরোপণ করল বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যারা। এই বিষয়ে বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা শিউলি দাস বলেন যে আমরা প্রতি বছর বিভিন্ন জায়গায় রাখি পরিয়ে থাকি গাছকে। কিন্তু এই বছর আমরা মহানন্দা নদীর পারে বনবিভাগের লাগানো গাছকে রাখি পড়ালাম। সেই সঙ্গে আমরা গাছ লাগাল।যাতে কিছুটা হলেও নদীর ভাঙ্গন রোধ করা যায়। সেই সঙ্গে সাধারণ মানুষকে একটাই বার্তা দিতে চাই যে গাছ লাগান কারণ একটি কাজ অনেকগুলো প্রাণ।