হুগলি , ২ জুলাই:- স্কুল বন্ধ তাই মামা বাড়ি বেড়াতে এসে মায়ের বকাবকিতে গঙ্গায় ঝাঁপ দিল ১২ বছরের স্কুল ছাত্র । উত্তর ২৪ পরগনার গারুলিয়া থেকে ভদ্রেশ্বর ১৬ নং ওয়াডের দুলিয়া পাড়ায় বাবা মায়ের সাথে মামা বাড়িতে দিন সাত আগে বেড়াতে আসে ষষ্ঠ শ্রেনীর ছাত্র বিশ্বজিৎ চৌধুরী । গতকাল ভোর সাড়ে পাচ টায় ঘুম থেকে ওঠার পর তার মা কোনো কারণে বকাবকি শুরু করলে বিশ্বজিৎ মামা বাড়ি থেকে ছুটে বেরিয়ে গিয়ে ভদ্রেশ্বর বাবুঘাটে গিয়ে গংগায় ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার জন্য। এরপর কাল থেকে পুলিশ ও স্থানিয়রা খোজ করেও না পেয়ে ডুবুরি নামানোর ব্যবস্থা করেছে।