সুদীপ দাস , ২ আগস্ট:- করোনার জেরে বহু সাধারন রোগাক্রান্ত মানুষ আজ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে । সাধারন জ্বর-সর্দি-কাশি থেকে শুরু করে হঠাৎ হৃদরোগে আক্রাম্ত হলেও মিলছে না ডাক্তার । করোনা ছাড়া সেইসমস্ত ভিন রোগীদের চিকিৎসার স্বার্থে এবারে টাস্ক ফোর্স গঠন করলো রিষড়া পুরসভা । রিষড়ার প্রতি ওয়ার্ডে ২জন করে স্বাস্থ্য কর্মীর সমন্বয়ে মোট ৩টি করে ওয়ার্ড মিলিয়ে একটি করে টাস্ক গঠিত হতে চলেছে । স্বাস্থ্য কর্মীরা ওয়ার্ডের বাড়ি-বাড়ি গিয়ে অসুস্থ মানুষদের শারীরিক তথ্য সংগ্রহ করবে । সেই সমস্ত তথ্য পৌঁছে যাবে পুরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলির কাছে।
অসিতাভবাবু সেইসমস্ত তথ্য দেখে ৩টি করে ওয়ার্ড পিছু থাকা ১ জন নির্দিষ্ট ডাক্তারের সাথে যোগাযোগ করবেন । চিকিৎসক নোডাল অফিসারের কাছ থেকে পাওয়া তথ্য দেখে রুগীর জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা করার নির্দেশ দেবেন। রিষড়া পুরসভার পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন গোটা প্রক্রিয়ায় বাড়ি-বাড়ি যাওয়া স্বাস্থ্য কর্মীদের মেডিক্যাল কিট প্রদান করবে শ্রীরামপুরের শ্রমজীবি হাসপাতাল । সবকিছু ঠিকঠাক চললে পুরসভার এই মহতি প্রচেষ্টায় আগামি সপ্তাহ থেকেই হয়তো রিষড়ার বাসিন্দারা চিকিৎসা পরিষেবা পেতে চলেছেন!