এই মুহূর্তে জেলা

দর্জির কাজ করেও মেয়েকে উচ্চশিক্ষার দোরগোড়ায় এগিয়ে দিলেন বাবা ।


দ:২৪পরগনা , ১৬ জুলাই:- গতকাল মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখে আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠেন বজবজ ১নং ব্লক চিংড়িপোতা অঞ্চলের অন্তর্গত রাজরামপুরের বাসিন্দা রেণুকা খাতুন এবং চিংড়িপোতা অঞ্চলের অন্তর্গত বলরামপুরের বাসিন্দা নাজনীন খাতুন। সূত্রের খবর, বজবজ সার্কেলের মধ্যে অভাব অনটনের মধ্যে লেখাপড়ার থামিয়ে দেয় নি দর্জি বাবার হাতে কাজ করে তারপরে পড়তে বসতেন সে আজ ম্ভবত প্রথম স্থান অধিকার করেছে রেণুকা খাতুন। তাঁর প্রাপ্ত নাম্বার ৬৫৯ এবং টি এম সার্কেলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে নাজনীন খাতুন।

তার প্রাপ্ত নাম্বার ৬৪৫ রেনুকা খাতুন বজ বজ নয়াচক হাইস্কুলের ছাত্রী এবং নাজমিন খাতুন মহেশতলা চট্টা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এই খবর জানতে পেয়ে বেশ আনন্দিত হয়ে ওঠেন শিক্ষক থেকে পরিবারের সমস্ত সদস্যরা। এদিন ওই দুই পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন বজবজ চিংড়িপোতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোল্লা মোঃ ইকবাল হোসেন। পাশাপাশি ওই দুই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কমার্দক্ষ তথা বজবজ বিধানসভার পর্যবেক্ষক জাহাঙ্গীর খান এবং আগামী দিনে তাদের পরিবারের পাশে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে এদিন জানিয়েছেন জাহাঙ্গীর বাবু।