নবান্ন , ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতির হার আবারও কমানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্নে জানিয়েছেন আপাতত ৩১ শে জুলাই পর্যন্ত রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হবে। এতদিন ওই দপ্তর গুলিতে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ হচ্ছিল। পাশাপাশি এখন থেকে সব সরকারি দপ্তর সপ্তাহে একদিন করে স্যানিটাইজ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। সংক্রমণের হার কমাতে বেসরকারি অফিস গুলোকেও সপ্তাহে একদিন করে জীবাণুমুক্ত করতে এবং যাদের সুযোগ আছে তাদের যতদূর সম্ভব বাড়ি থেকে কাজ করতে তিনি পরামর্শ দিয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তার স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মী বেসরকারি বহু সংস্থাও কোভিড যোদ্ধার কাজ করছে। সরকারের কাছে তাদের সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।
Related Articles
এবারের টেট পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি কঠোর করা হচ্ছে।
কলকাতা, ১৯ নভেম্বর:- এবারের টেটে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারি কঠোর করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধাঁচে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারির জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। পাশপাশি টেটের পরীক্ষা কেন্দ্র বাছাই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, কোনও ডিএলএড কলেজে এবার পরীক্ষা নেওয়া হবে না। প্রাথমিকের টেটের পরীক্ষা […]
মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ তৃণমূলের , একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বিএসএফ।
কলকাতা , ২১ জানুয়ারি:- রাজ্যের সীমান্তবর্তী এলাকায় গ্রামে ঢুকে মানুষদের ভয় দেখাচ্ছে বিএসএফ। একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বিএসএফ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার সঙ্গে দেখা করে এই অভিযোগ জানাল তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনার সহ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার দশটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে […]
রাজ্যের তিন আসনের উপনির্বাচন ৩০ শে সেপ্টেম্বর , বিবৃতি দিয়ে জানালো কমিশন।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- নির্বাচন কমিশন রাজ্যের বকেয়া বিধানসভা ভোট এবং উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। কমিশনের তরফ সে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। একই দিনে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট নেওয়া হবে। ৩ অক্টোবর ভোট গননা হবে। ওই দিনই ওডিশার পিপলি কেন্দ্রেও ভোট নেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো […]