এই মুহূর্তে জেলা

করোনা বৃদ্ধির কারণে রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে -মুখ্যমন্ত্রী।

নবান্ন , ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতির হার আবারও কমানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্নে জানিয়েছেন আপাতত ৩১ শে জুলাই পর্যন্ত রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হবে। এতদিন ওই দপ্তর গুলিতে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ হচ্ছিল। পাশাপাশি এখন থেকে সব সরকারি দপ্তর সপ্তাহে একদিন করে স্যানিটাইজ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। সংক্রমণের হার কমাতে বেসরকারি অফিস গুলোকেও সপ্তাহে একদিন করে জীবাণুমুক্ত করতে এবং যাদের সুযোগ আছে তাদের যতদূর সম্ভব বাড়ি থেকে কাজ করতে তিনি পরামর্শ দিয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তার স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মী বেসরকারি বহু সংস্থাও কোভিড যোদ্ধার কাজ করছে। সরকারের কাছে তাদের সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।