এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের ভাতা গ্রহণ না করার নির্দেশ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের।


কলকাতা, ১৩ জুন:- রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের পারিশ্রমিক ও ভাতা গ্রহণ না করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। গতকাল ওই বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই  অস্থায়ীভাবে যে উপাচার্য নিয়োগ করা হয়েছে, তা বৈধ নয়। তাই ওই উপাচার্যরা পারিশ্রমিক ও ভাতা গ্রহণ করতে পারবেন না। এর অন্যথা হলে, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস, যা নিয়ে তীব্র আপত্তি জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নিয়োগ মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। উপাচার্য পদ গ্রহণ না করার জন্য আবেদনও জানিয়েছিলেন তিনি। একাধিক উপাচার্য এই নিয়োগ প্রত্যাখ্যান করলেও, বেশিরভাগই তা গ্রহণ করেন। যাঁরা রাজ্যপালের নিয়োগ মেনে নিয়েছিলেন, রাজ্য সরকারের নির্দেশিকায় তাঁদের ভাতা ও পারিশ্রমিক না নিতে বলা হয়েছে।