হাওড়া , ৮ জুলাই:- করোনা সংক্রমণ আটকাতে কন্টেনমেন্ট এলাকার পরিধি বাড়িয়ে ফের কড়া নিয়ন্ত্রণ বিধি ফিরিয়ে আনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এই নয়া নিয়ন্ত্রণ বিধি কার্যকর হবে। এর আগে আজ বুধবার বিকেলে হাওড়ায় সিটি পুলিশের এক কর্মসূচিতে এসে সকলকেই নিয়ন্ত্রণ বিধি মেনে চলার আবেদন জানালেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তিনি বলেন, অপ্রয়োজনে বাড়ির বাইরে কেউ বেরবেন না। এতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকবে। হাওড়ায় লকডাউন ভালোভাবে এর আগে নিয়ন্ত্রণ করা গেছে। আগামী দিনেও তা আরও ভালোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। বর্ধিত কন্টেনমেন্ট জোনে নতুন করে লকডাউন শুরুর আগের দিন আজ বুধবার হাওড়ায় শিবপুর পুলিশ লাইনসে আসেন রাজ্যের ডিজি ও আইজি বীরেন্দ্র। হাওড়া জেলাতেও কন্টেনমেন্ট এলাকায় আগামীকাল বিকেল ৫টা থেকে শুরু হইতে চলেছে কড়া লকডাউন। আজ হাওড়া শিবপুর পুলিশ লাইনসে এক কর্মসূচিতে এসে তিনি জানান, আমাদের আবেদন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরবেন না। পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ হাওড়া পুলিশ কমিশনারেট থেকে জানানো হবে বলেও বলেন তিনি।
Related Articles
ভুয়ো টেস্টিংয়ের নামে যারা মানুষকে প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার- মুখ্যমন্ত্রী।
নবান্ন , ৬ আগস্ট:- অনেক সংস্থা ভুয়ো টেস্টিংয়ের নামে মানুষকে প্রতারণা করছেন । ভয় দেখাচ্ছেন । যারা এসব করছেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে সরকার । হাসপাতালে যেসব করোনা রোগী ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা কেমন , রক্তচাপ, অক্সিজেনের মাত্রা বা অন্যান্য তথ্য বিস্তারিত জানানো হবে । সাধারণ মানুষের ওয়েবসাইটে ক্লিক করলে তা দেখতে পাবেন […]
হুগলির চকবাজারে বি,টি কলেজের বটগাছে আগুন লাগায় আতঙ্কিত এলাকার মানুষ।
সুদীপ দাস,৮ এপ্রিল:- হুগলী চকবাজার এলাকায় হুগলী বিটি কলেজ ভিতর একটি বটগাছে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষ। কলেজের কোম্পাউন্ডের ভিতরই পরে থাকা ভাঙা চেয়ার টেবিলে প্রথম আগুন লাগে, পরে সেটি ভেতরে থাকা একটি বটগাছে লেগে যায়। স্থানীয় মানুষ সেই আগুন দেখতে পায়। এখনো দাউদাউ করে জ্বলছে বটগাছটি। কলেজ বন্ধ থাকায় কেউই ভিতরে যেতে পারেনি। দমকলকে […]
নতুন দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
কলকাতা , ৬ আগস্ট:- রাজ্য সরকার উত্তরবঙ্গে আরও দুটি নতুন পুরসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় এই দুটি পুরসভা তৈরি করা হবে বলে পুর এবং নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এইজন্যে ইতিমধ্যে সীমানা পুনর্বিন্যাসের কাজও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য এই দুটি পুরসভা তৈরি হলে রাজ্যে মোট পৌরসভার সংখ্যা […]