স্পোর্টস ডেস্ক, ২৭ জুন:- বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের আয়োজন করা প্রীতি টেনিস প্রতিযোগিতা থেকে করোনা সংক্রমণের ঘটনা বাড়ছেই। এ বার মারণ এই ভাইরাসে আক্রান্ত হলেন সংশ্লিষ্ট খেলোয়াড়ের কোচ গোরান ইভানিসেভিচ। যিনি ওই প্রীতি টেনিস প্রতিযোগিতার ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন। আগেই জোকোভিচ-সহ চার খেলোয়াড় সংক্রমিত হয়েছিলেন করোনায়। যাঁরা এই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন। এ বার সেই তালিকায় যুক্ত হল ইভানিসেভিচের নামও। ২০০১ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়া ক্রোয়েশিয়ার এই প্রাক্তন খেলোয়াড় জানিয়েছেন, গত ১০ দিনে দু’বার পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু তখন তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। কিন্তু ফের পরীক্ষা করানোর পরে শুক্রবার জানা যায়, তিনি করোনা সংক্রমিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইভানিসেভিচ জানিয়েছেন, ‘‘গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকেই জানাচ্ছি যে, আমি করোনা আক্রান্ত। সবাই তাঁর পরিবার ও প্রিয়জনের সঙ্গে সুরক্ষা বজায় রেখে চলুন।’’
Related Articles
বাড়িতে থেকে উপযুক্ত চিকিৎসা পেতে টেলিমেডিসিন পরিষেবার ওপর জোর রাজ্য সরকারের।
কলকাতা, ১০ জানুয়ারি:- করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্যের পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করে দিয়েছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সন্ধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, বীরভূমে আশঙ্কাজনক সংক্রমণ বৃদ্ধি নিয়ে মুখ্য সচিব উদ্বেগ প্রকাশ করেছেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ওইসব […]
নতুন একগুচ্ছ মেট্রো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর।
কলকাতা, ৬ মার্চ:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠান থেকে একগুচ্ছ নতুন মেট্রো প্রকল্প উদ্বোধন শিলন্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সকালে কলকাতার এসপ্লানেড মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা সহ ১৫৪০০ কোটি টাকা মূল্যের পরিবহন প্রকল্পের সূচনা করেন। এর মধ্যে এরাজ্যের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা, কবি […]
নকশালবাড়ির মেরিভিউর হলদিবাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত বনকর্মীরা,ভাঙচুর করা হয় একাধিক গাড়ি।
দার্জিলিং, ১৯ মার্চ :- বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মেরিভিউ হলদিবাড়ি চা এলাকায় অভিযান এসএসবি,পুলিশ ও বনদফতর যৌথ ভাবে। এরপর সেখানে বেশকিছু বাড়ি থেকে অবৈধ কাঠ উদ্ধার করে। এবং অবৈধ কাঠ উদ্ধার করে আনার সময় স্থানীয়রা সেই সব কাঠ উদ্ধারে বাধাদেয়। এরপর বনকর্মী থেকে শুরু করে এসএসএবির জওয়ানরা কোন কিছু […]