এই মুহূর্তে জেলা

চেশায়ার হোমে ফোটা দিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা

হুগলি, ২৬ অক্টোবর:- শারিরীক ভাবে পিছিয়ে থাকা আবাসিকদের ভাইফোঁটা দিল থ্যালেসেমিয়া আক্রান্ত শিশুরা।বুধবার সকালে শ্রীরামপুর চেশায়ার হোমে ভাইফোঁটার আয়োজন করে থ্যালাসেমিয়া প্রতিরোধকারী সংগঠন রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতি।সেখানে উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরীধারী শা ও বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, অভিনেত্রী লোপামুদ্রা সিনহা,সংগঠনের সম্পাদক নন্টু দেব ও চেশায়ার হোমের কর্তৃপক্ষ।

এ দিন অরিন্দম গুঁই বলেন,আর্থিক ও অন্যান্য প্রতিকূলতার মধ্যেও রমেশ চন্দ্র দেব থ্যালাসেমিয়া প্রতিরোধে দু’দশকের বেশি সময় ধরে কাজ করছে। এর ফলে থ্যালাসেমিয়া মুক্ত আন্দোলন মজবুত হয়েছে।পিন্টু মাহাত বলেন, বিয়ের আগে রক্ত পরীক্ষাই হল থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার ভিত্তি। গিরীধারী শা বলেন, স্কুল ও কলেজ গুলিতে সেমিনারের মাধ্যমে ছাত্র ছাত্রীদের থ্যালাসেমিয়া নিয়ে সচেতন করতে হবে।