দ:২৪পরগনা , ১৫ জুন:-রুপালি ইলিশ বাঙালির পাতে পেতে আর কয়েকটা দিনের অপেক্ষা আজ থেকে শুরু হয়েছে গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়ার ছাড়পত্র । আজ থেকে নিষেধাজ্ঞা উঠল গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারদের উপর থেকে। ডায়মন্ড হারবার মৎস্যদপ্তর সূত্রের খবর , একদিকে করোনা অন্যদিকে আমফানের দাপটে বিপর্যস্ত সুন্দরবন এলাকাজুড়ে যেমন পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ ,সাগর ,ডায়মন্ড হারবার ,দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ এলাকায় প্রায় কয়েক লক্ষ মৎস্যজীবীদের বাস। অবশ্য করোনা যেরে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল সমুদ্রে মাছ ধরার কাজ । এমনি কি মাছের প্রজন্মের জন্য সরকারিভাবে গভীর সমুদ্র মাছ ধরা নিষেধ ছিল । ১৪ ই এপ্রিল থেকে ১৪ ই জুন পর্যন্ত আর এই মেয়াদ শেষ হয়েছে রবিবার। আর সরকারি নির্দেশে রীতিমতো মিলেছে মৎস্যজীবীরা সব বাধা কাটিয়ে আজ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে পারি দিয়েছে ,প্রায় পাঁচ হাজার ট্রলার। অন্যদিকে করোনা আবহাওয়া নির্দিষ্ট নিয়ম বিধি মেনে চলার জন্য মৎস্যজীবীদের সতর্ক করেন ডায়মন্ডহারবার সহ মৎস্য অধিকর্তারা।
Related Articles
চায়ের গুমটির মধ্যেই পড়ে দোকানির দেহ। চাঞ্চল্য হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া , ৮ জানুয়ারি:- এক চায়ের দোকানির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার ব্যাঁটরায়। শুক্রবার সকালে গুমটি দোকানের ভিতর মৃত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ। মৃতের নাম রাম জাটি(৫০)। আগে তিনি থাকতেন স্থানীয় বিষ্টুকুন্ডু বাগান এলাকায়। তবে এখন তিনি দোকানের মধ্যেই রাতে শুতেন। স্থানীয়েরা জানান, বৃহস্পতিবার […]
দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে সেনা নামানো হবে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৫ মে:- রাজ্যে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে সেনা নামানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আসন্ন ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আজ নবান্নে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন যেখানে প্রয়োজন হবে, সেখানে সেনা নামানো হবে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক সংস্থা কাজ করছে। তিনি বলেন,পূর্ণিমার ভরা কোটালের কারণে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ৭৪ হাজার আধিকারিক ও […]
বহুতল কার পার্কিং এর ব্যবস্থা করে তুলতে চলেছে হিডকো।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সহযোগী হিসেবে হিডকো একটি বহুতল কার পারকিং ব্যবস্থা গড়ে তুলতে চলেছে। বিশ্ব বাংলা সরণির পাশে যাত্রাগাছি ব্রিজের কাছে এই পার্কিং লটের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সিরি দেবাশিস সেন জানিয়েছেন। আগামী দেড় বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই পার্কিং […]