স্পোর্টস ডেস্ক, ১৩ জুন:- রাস্তা দিয়ে ড্রাইভ করতে গিয়ে হঠাৎ থেমে গেলেন! কোন রাস্তায় যাবেন বুঝতে পারছেন না? চাইলে ঘুরে আসতেই পারেন ‘তেন্ডুলকর ড্রাইভ’ বা ‘বিরাট ক্লেসেন্ট’ থেকে। আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে পারেন ‘ওয়া স্ট্রিট’,’সোর্বাস ড্রাইভ’,’হ্যাডলি স্ট্রিট’,বা ‘আক্রম ওয়ে’ তে। কী শুনে অবাক হয়ে গেলেন? আসলে বিশ্বের সেরা ক্রিকেটারদের নামে নামাঙ্কিত করা হয়েছে অস্ট্রেলিয়ার কিছু রাস্তাকে। অক্টোবরে অস্ট্রেলিয়াতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর রয়েছে। করোনা পরিস্থিতিতে সেই বিশ্বকাপ শেষ পর্যন্ত পিছিয়ে যাবে কিনা জানা নেই, তবে তার আগে বড় চমক দিল অস্ট্রেলিয়া।
শনিবার ক্রিকেটভক্তদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার একটি রাস্তার ছবি ভাইরাল হয়েছে। দুদিকে ভাগ হয়ে যাওয়া রাস্তা দুটির একটিতে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের নামে নামকরণ করা হয়েছে। অন্যদিকে ভারতের বর্তমান অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান সেই বিরাট কোহলির নামে আরেকটি রাস্তার নামকরণ করা হয়েছে। শচীনের নামের রাস্তার নাম ‘তেন্ডুলকর ড্রাইভ’ ও বিরাটের নামের রাস্তাটির নাম ‘বিরাট ক্লেসেন্ট’। এক রিয়েল এস্টেট কোম্পানির মালিক বরুণ শর্মা জানান, ‘শচীন ও বিরাটের নামে রাস্তার নামকরণের পর ঐ রোডে মানুষের জমি-বাড়ি কেনার আগ্রহ দ্বিগুণ হয়ে গিয়েছে।’ তিনি আরও জানান, ‘বলা তো যায় না, আসন্ন অস্ট্রেলিয়া সফরে বিরাট হয়ত তাঁর নামাঙ্কিত রাস্তা ধরেই ড্রাইভ করে ঘুরতে বেরোতে পারেন।’