স্পোর্টস ডেস্ক , ২৯ মে:- স্প্যানিশ ফ্লু, দুদুটি বিশ্বযুদ্ধ ও ভয়ঙ্কর অগ্নুৎপাতের মতো ভয়ঙ্কর পরিস্থিতিকে জয় করেও অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতাতেও এবার করোনার ছায়া। করোনার করাল গ্রাসের কোপে পড়ে ১২৪ বছরে এই প্রথমবার বাতিল করে দেওয়া হল ঐতিহাসিক বস্টন ম্যারাথন। চলতি বছরের ২০ এপ্রিল মার্কিন মুলুকে শুরু হওয়ার কথা ছিল বস্টন ম্যারাথন। কিন্তু আমেরিকায় অব্যাহত মৃত্যু মিছিল। বিশ্বে করোনায় আক্রান্তের নিরিখে শীর্ষে আমেরিকা। তাই করোনা ভাইরাসের জন্য তা পিছিয়ে ১৪ সেপ্টেম্বর করেছিলেন উদ্যোক্তরা। প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রায় তিরিশ হাজার অ্যাথলিটের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি মার্কিন প্রশাসন। অবশেষে বাতিলই করা হয়েছে ঐতিহাসিক এই ম্যারাথন।
প্রতিযোগীরা সশরীরে বস্টনে হাজির হতে না পারলেও, তাঁদের জন্য ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছে উদ্যোক্তারা। যার মাধ্যমে অ্যাথলিটরা নিজেদের উদ্যোগে ২৬.২ মাইল বা ৪২.২ কিমি পথ অতিক্রম করতে পারলে, তাঁদের ফিনিশার মেডেল দেওয়া হবে বলে জানানো হয়েছে। ১৮৯৭ সালে শুরু হওয়া বস্টন ম্যারাথনের মতো ঐতিহাসিক প্রতিযোগিতা কখনই বন্ধ করতে হয়নি উদ্যোক্তাদের। কিন্তু এই প্রথমবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে হওয়ায় হতাশ মার্কিন প্রশাসন।







