হাওড়া , ২৯ মে:- শুক্রবার সকালে হাওড়ার দাশনগরের বালিটিকুরি কালিতলায় একটি ওষুধের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় পৌনে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন স্থানীয় বাসিন্দারাই প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপর আগুন ছড়িয়ে পড়ে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। লকডাউনে রাস্তা ফাঁকা থাকায় দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে পুলিশ এবং দমকলের ইঞ্জিন। গোডাউনের গেট এবং জালনা ভেঙে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্র মারফত জানা যায়, গোডাউনের মধ্যে ইলেকট্রিক ফিউজ থেকেই আগুন লেগে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা না গেলেও অনুমান কয়েক লক্ষ টাকার ওষুধ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। দমকল সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। সকাল সওয়া ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের খবর নেই।







