সৌরভ রায়,১০ মে:- লকডাউনে ক্রিকেট বন্ধ থাকলেও, বাংলার ক্রিকেটারদের ফিটনেস সম্পূর্ণ বজায় রাখতে কোনও খামতি রাখেন নি সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। বাংলার ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা রাখতে সিএবি সভাপতির প্রচেষ্টায়, সকাল-বিকেল জোরকদমে অনলাইনে ট্রেনিং করাচ্ছেন বাংলার দলের ফিটনেস কোচ সঞ্জীব দাস। বাড়িতে যার যেমন পরিকাঠামো সেই পরিকাঠামোর মধ্যেই প্রত্যেক ক্রিকেটারকে নিজেদের ফিট রাখার কৌশল দেখিয়ে দিয়েছেন দলের ট্রেনার। ব্যাটসম্যান, পেসার ও স্পিনারদের জন্য পৃথক গ্রুপ করে ট্রেনিং করাচ্ছেন সঞ্জীব দাস। উল্লেখ্য সঞ্জীব দাস ট্রেনার এর পাশাপাশি একজন সফল ক্রিকেটার। দীর্ঘদিন কলকাতার বিভিন্ন ফাস্ট ডিভিশন ক্লাবে ভালো ব্যাটসম্যান হিসেবে সাফল্য পেয়েছেন তিনি। পাশাপাশি নিজে ফিটনেস বজায় রাখতে ট্রেনিং করতে খুব পছন্দ করতেন।
সেই থেকে এটাকেই পেশা হিসেবে বেছে নেন। ১৪ বছর হয়ে গেল ফিটনেস কোচ হিসেবে কাজ করছেন। প্রথমে বাংলার রঞ্জি দলের হয়ে ট্রেনিং করান। এরপর রাজস্থান, গোয়া, অন্ধ্রপ্রদেশের দলের হয়ে কাজ করেন। ফের ফিরে আসেন বাংলায়। গত ৩ বছর বাংলার দলে ফিটনেস কোচের দায়িত্ব সামলাচ্ছেন। সঞ্জীব দাস বলেন, বাড়িতে ক্রিকেটাররা যে ভাবে নিজেদের ফিট রাখার চেষ্টা করছে তাতে আশা করা যায় লকডাউনের পর ৩ থেকে ৪ সপ্তাহ মাঠে নেমে অনুশীলন করলেই ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যেতে পারবে।লকডাউনে বেলেঘাটার বাড়ি থেকেই অনলাইন ট্রেনিং করাচ্ছেন সঞ্জীব দাস। পাশাপাশি গান শোনা, টিভি দেখা, বই পড়া ও মাঝে মধ্যে রান্নাও করছেন তিনি। লকডাউন মেনে মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন বাংলার এই ফিটনেস কোচ। তিনি আশাবাদী খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরবে গোটা দেশ।