তরুণ মুখোপাধ্যায়, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হুগলির রিষড়া থানায় এই দিনটি বৃক্ষরোপনের মধ্য দিয়ে উদযাপন করা হলো। চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে এই অনুষ্ঠানে থানা প্রাঙ্গনে বেশ কয়েকটি চারা গাছ রোপন করেন পুলিশ কমিশনারেটের প্রধান ডক্টর হুমায়ুন কবীর , রিষড়া পৌরসভার প্রশাসক বিজয় সাগর মিস্র। এছাড়াও এদিন এই অনুষ্ঠান থেকে বেশ কয়েকশো চারা গাছ বিতরণ করা হয় স্থানীয় জন সাধারণের মধ্যে। গত কয়েকদিন আগে বিধ্বংসী আমফানের ধ্বংসলীলায় এ রাজ্যের হাজার হাজার গাছ ভূপাতিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম কারিগর হচ্ছে বৃক্ষ ।
তাই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন আপনারা যে যেখানে পারেন বৃক্ষ রোপন করে পরিবেশ ভারসাম্য রক্ষার কাজে সাহায্য করুন। সেইমতো কর্মসূচি নেওয়া শুরু হয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবসে বাংলার নানা জায়গায় বৃক্ষরোপণ গাছ বিতরনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসটি উদযাপন করা হচ্ছে । এর সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে থেকে স্থানীয় দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী ও বিতরণ করা এই অনুষ্ঠানের মাধ্যমে । পাশাপাশি মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পড়াশুনার সামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার। এ দিনের কর্ম সূচিতে পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবীর ছাড়াও উপস্থিত ছিলেন এ,ডি,সি,পি ঈশানি পাল , রিষড়া পৌরসভার প্রশাসক বিজয় সাগর মিস্র রিষড়া থানার ওসি প্রবীর দত্ত সহ পুলিশ কর্মী ও আধিকারিকরা।