এই মুহূর্তে জেলা

ডোমজুড়ে মদের দোকানে ভাঙচুর।

 

হাওড়া,৫ মে:- লকডাউন পরিস্থিতিতে সোস্যাল ডিসট্যান্স না মেনে ক্রেতাদের লম্বা লাইন থাকায় হাওড়ার ডোমজুড়ের সলপ হাইরোডে গতকাল পুলিশ এসে একটি মদের দোকান বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দারা দাবি তোলেন যেখানে দোকানপাট-বাজার, ব্যাঙ্ক সব বন্ধ রয়েছে সেখানে মদের দোকান খোলার যৌক্তিকতা কোথায় ? তখনকার মতো ক্রেতারা বাড়ি ফিরে গেলেও আজ সকালে ফের ওই মদের দোকানের সামনে দীর্ঘ লাইন পড়ে। অভিযোগ, বাইরের এলাকা থেকেও অনেক মানুষ মদ কিনতে সেখানে ছুটে আসেন। এই নিয়ে ফের এলাকার মানুষ সোচ্চার হন। দোকানদারের দাবি, মদের দোকান খোলা কেন ক্রমাগত বাধা আসছিল। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তিনি গতকাল সোমবার দোকান খুলে প্রায় ঘন্টা দুয়েক ব্যবসা করেছেন। কিন্তু তারপর পুলিশ এসে দোকান বন্ধ করে যায়। এরপর মঙ্গলবার সকালে দোকানের বাইরে লাইন পড়লেও তাঁরা সকাল থেকে দোকান বন্ধ রেখেছিলেন। এদিকে প্রচুর মানুষ সেখানে মদ কিনতে এসে দোকান বন্ধ দেখে মদ না পেয়ে সেখানে ভাঙচুর চালায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট করা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.