চিরঞ্জিত ঘোষ, ৬ জুন:- আজ ডানকুনি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিবছর এই সময় রক্তের অভাব থাকে সেই রক্তের চাহিদা মেটানোর জন্যই আজকে এই প্রয়াস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার , হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি চন্ডীতলা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর সদস্য দেবাশীষ মুখার্জী এবং হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি । অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি বলেন যে এই বিপদের দিনে তৃণমূল কর্মীরা পথে রয়েছেন মানুষের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তারা অসহায় মানুষদের সেবার কাজে নিয়োজিত করেছেন।
অথচ বিজেপির একশ্রেণীর নেতা তারা ক্রমান্বয়ে বিরূপ মন্তব্য করে চলেছে। পরিযায়ী শ্রমিক নিয়ে তারা নানা অপপ্রচার চালাচ্ছেন । এই সমস্ত শ্রমিকরা তো আমাদের রাজ্যের লোক তারা যাতে সুস্থ থাকেন তাহলে যাতে ভাল থাকেন তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে দেবাশিস মুখোপাধ্যায় বলেন আজকে যে রক্তদান শিবির হল তাতে এত মানুষ এসেছেন তাতে আমরা অভিভূত এবং অবস্থা যা আগামী ১০ দিনের মধ্যে আর একটি রক্তদান শিবির আমাদের করতে হবে কারণ তৃণমূল কর্মীরা সব সময় দলনেত্রীর নির্দেশে মানুষের পাশে থাকে। তারই নিদর্শন স্বরূপ আজকের এই রক্তদান।