এই মুহূর্তে জেলা

হাওড়ায় শুরু নাকা চেকিং।


হাওড়া,২২ এপ্রিল:- শহরে ৩০টি নাকা চেকিং পয়েণ্ট করে ‘রেড-স্টার জোন’ হাওড়ায় নজরদারি শুরু করল হাওড়া সিটি পুলিশ। কমিশনারেটের তরফ থেকে ওই নাকা চেকিং পয়েণ্টগুলি করা হয়েছে। এরমধ্যে মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, হাওড়া, শিবপুর থানার পাশাপাশি সাঁকরাইল থানা এলাকার অনেকটা অংশও রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় সমস্ত ব্যাঙ্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১২টি বাজারকে সরিয়ে দেওয়া হয়েছে ফাঁকা জায়গায়। ১৭টি বাজারের স্থান বাড়ানো হয়েছে। সালকিয়ার হরগঞ্জবাজার, পিলখানা বাজার বন্ধ করে দিয়ে ওই এলাকায় প্রশাসনের তরফে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের অত্যন্ত জরুরী কারণ ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। ওইসব এলাকার বিভিন্ন রাস্তায় পুলিশ, রাফ ও কমব্যাট ফোর্সের টহল চলছে। ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে। জানা গেছে, প্রতিটি নাকা চেকিং পয়েণ্টে একজন সাব-ইন্সপেকটর পদ মর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে পুলিশ মোতায়েন থাকছে। কোনওভাবেই রেড-জোন এলাকায় বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এই এলাকা থেকেও কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কঠোরভাবে প্রতিটি নাকা চেকিং পয়েণ্টেই এই নিয়ম কার্যকর হচ্ছে। মঙ্গলবার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে সিটি পুলিশ এলাকা থেকে। ২০টি গাড়ি আটক করা হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.