হাওড়া, ১৯ জানুয়ারি:- আগামী ২-৩ বছর পর হাওড়ার লিলুয়ায় বেলগাছিয়া ভাগাড় আর থাকবে না। তখন এখানে একটি সুন্দর পার্ক হবে। রাজ্য সরকার সত্তর কোটি টাকার প্রকল্প নিয়েছে এখানে। টেন্ডার পাশও হয়ে গিয়েছে। তাই এই পাহাড় সমান ভাগাড় আগামী দিনে আর থাকবে না। সেই সঙ্গে এখানকার বাসিন্দাদের আর অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেও থাকতে হবেনা। বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে হাওড়া সিটি পুলিশের আয়োজনে ও লিলুয়া থানার ব্যবস্থাপনায় এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়ে একথা বলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তিনি বলেন, “রাজ্য সরকার এখানে ৭০ কোটি টাকার প্রোজেক্টের জন্য অনুমোদন দিয়েছে। তার টেন্ডার পাস হয়ে গেছে। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে।
আগামী ২-৩ বছর পর এই বেলগাছিয়া ভাগাড় আর থাকবে না। বায়ো মাইনিং করে এটা সমতল করা হবে। একটা সুন্দর পার্ক থাকবে সকলের জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্ক। এখন থেকেই পুর এলাকার বাড়ি বাড়ি থেকে ওয়েস্ট কালেকশন করার কাজ শুরু হয়েছে। আগামী দিনে পাহাড়ের আকৃতির ভাগাড়ের চেহারা আর থাকবে না। এরজন্য প্রশাসন, পুলিশ, পুরসভা, নির্বাচিত জনপ্রতিনিধিরা সকলেই উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে এখানকার বাসিন্দাদের আর অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবেনা। হাওড়া পুরসভার কমিশনারের সঙ্গেও কথা হয়েছে। ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে এই বিশাল ভাগাড়ের রূপ পরিবর্তন করা হবে। এখানে কয়েকদিন আগে এসে বুঝতে পারি এখানকার মানুষরা খারাপ পরিস্থিতিতে আছেন। তাই মন থেকে ঠিক করি এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের প্রয়োজন আছে।” তিনি আরও বলেন, এই শিবির সার্থকমন্ডিত করতে লিলুয়া থানার ওসি সঞ্জয় শ্রীবাস্তব গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছেন। আইএলএস হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।