কলকাতা,২১ এপ্রিল:- মঙ্গলবার নবান্ন থেকে বের হয়ে কোলকাতা শহর পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমে তাকে অন্য ভুমিকায় দেখা গেলো, নাগরিকদের সচেতন করতে গাড়িতে বসেই মাইকে প্রাচার করেন তিনি।পার্কসার্কাস, তপসিয়া , মাঠপুুকুর সহ একাধিক জায়গা তিনি পরিদর্শন করেন। এই সব জায়গগুলিতে গাড়ি দাঁড় করিয়ে মাইকে করোনা ও লকডাউন নিয়ে নানা বার্তা দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। এদিকে মুখ্যমন্ত্রীর এই ভুমিকায় বাড়ি থেকেই অনেককে হাততালি দিতে দেখা যায়। তার সাথে ছিল পুলিশ কর্তা থেকে শুরু করে একাধিক শীর্ষকর্তা। তবে নবান্ন থেকে তিনি যখন বের হন তার গাড়ি লক্ষ করেন এগোতে থাকে বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়ি। কিন্তু মৌলালি মোড়েই সব সংবাদমাধ্যমের গাড়ি আটকে দেয় পুলিশ।