এই মুহূর্তে জেলা

লকডাউন পরিস্থিতিতে হেল্পলাইন চালু রিষড়া পৌরসভায়।

তরুণ মুখোপাধ্যায়,২১ এপ্রিল:- বর্তমান এই বিপদের সময়ে পুরবাসীর পাশে দাঁড়াতে রিষড়া পুরসভা দুটি হেল্পলাইন চালু করল। হেল্পলাইন নম্বর (০৭৯৪১০৫০৭১০) এই নাম্বারে গুলিতে পৌর এলাকার মানুষ যেকোনো সাহায্যের দরকার পড়লে এই নিদিষ্ট নাম্বারে ফোন করতে পারেন এবং পৌরসভার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানালেন বর্তমান অবস্থায় রাজ্যের প্রায় সমস্ত মানুষ অসহায় অবস্থায় রয়েছেন। করোনার মতন ব্যাধির আতঙ্কে মানুষ দিশেহারা। এই বিপদের দিনে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এর নির্দেশ, যেকোনো মূল্যে মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে । সেইমতো আমরা পুরসভা পক্ষ থেকে এই হেল্পলাইন চালু করলাম । এর মাধ্যমে পুর এলাকার যে কোন মানুষ যে কোন দরকারে আমাদের ফোন করছেন সে কারও অসুস্থতার কারনে সাহায্যের প্রয়োজন হোক বা খাদ্য সামগ্রীর প্রয়োজন হোক ,আমরা পুরসভার পক্ষ থেকে  গুরুত্ব সহকারে বিবেচনা করে তাদের সমস্যা দূর করার চেষ্টা করছি ,ও তাদের পাশে দাঁড়াচ্ছি । গতকালই ১৭ নম্বর ওয়ার্ডের এক পরিবার পৌরসভায় ফোন করে জানায় তাদের বাড়িতে অসুস্থ রুগী থাকলেও ডাক্তার এর অভাবে চিকিৎসা হচ্ছে না , সঙ্গে সঙ্গেই স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সরকার কে আমরা বলা হলে তৎক্ষণাৎ তিনি ডাক্তার নিয়ে গিয়ে সেই পরিবারের অসুস্থ মানুষের সেবা করেন। স্বভাবতই এই পরিসেবায় খুশি তাদের পরিবারও।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.