এই মুহূর্তে জেলা

রাজপুর সোনারপুর পুরসভার বনহুগলী পঞ্চায়েত ও খেয়াদহ পঞ্চায়েত এলাকা অতিস্পর্শকাতর হিসেবে ঘোষনা করা হয়েছে ৷

 

দ:২৪পরগনা,১৯ এপ্রিল:- এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ে উচ্চপর্যা্যয়ের বৈঠক হয় ৷ এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১) কলকাতা লাগোয়া গড়িয়া ও গড়িয়া ষ্টেশন এলাকায় যাতায়াত নিয়ন্ত্রন করা হবে ২)এই দুই জায়গায় বাজার ভাগ করে দেওয়া হবে৷ গড়িয়া ষ্টেশনে যে মাছের কাঁটা আছে সেটি আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে ৩) পুরসভার বিভিন্ন জায়গায় লকগেট বা চেকপোস্ট করা হবে বলে জানান তিনি৷ উপযুক্ত কারণ ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া যাবে না৷ ৪) করোনা মোকাবিলায় রাজপুর সোনারপুর পুরসভা জুড়ে নজরদারি চালানোর জন্য ভলেন্টিয়ার কর্মী নিয়োগ করবে রাজপুর সোনারপুর পুরসভা৷ ৫)অতিস্পর্শকাতর এলাকায় মাইকিং ও থার্মাল গান ব্যবহার করার সিদ্ধান্ত রাজপুর সোনারপুর পুরসভার ৷

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.