কোচবিহার,১৯ এপ্রিল:- গতকাল কোলকাতায় বাম নেতৃত্বের আন্দোলনের অনুকরণে আজ দিনহাটার নাজিরহাটে ৩৫ কেজি চাল ও করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ তুলে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ আন্দোলন করল ফরওয়ার্ড ব্লক। পরে ফরওয়ার্ড ব্লকের ওই আন্দোলনের কথা জানতে পেরে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ বলেন, গতকাল কোলকাতার রেড রোডে বামপন্থী নেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে লক ডাউনের সমস্ত নিয়ম মেনে গরীব মানুষকে রেশন পাইয়ে দেওয়া ও করোনা ভাইরাস নিয়ে তথ্য প্রকাশ্যে আনার দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছিলেন। তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ একই দাবিতে দিনহাটার নাজিরহাটে ফরওয়ার্ড ব্লকের পক্ষে আন্দোলন করা হল। ধাপে ধাপে এই আন্দোলন রাজ্য জুড়ে করা হবে।