হুগলি,৬ এপ্রিল:- ঘটনা শ্রীরামপুর চন্দ্রমোহন রায় নেল এলাকার ঘোষ বাড়িতে। বাড়িরই গৃহবধূ চন্দনা দাস জানান, প্রধানমন্ত্রীর ডাকে রাত ৯ টায় মোমবাতি জ্বালিয়ে ছিলাম , বাড়িতে রান্না হচ্ছিল, মোমবাতি জ্বালানো হয়ে যাবার পর শীল ও নোড়া ধুতে যাই, তখন নোড়া শীলের ওপর দাঁড়িয়ে যায়, হেলালেও হেলছে না। তখন অবাক হয়ে যাই, বাড়ির লোক বলে পুজো করতে তাই করলাম,সয়ং মহাদেব এসেছেন, দুধ দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হলো। এদিকে এই ঘটনা চাউর হতেই রাতে ভিড় করেছে ঘোষ বাড়িতে,আজব কান্ডেী মোবাইলে ছবি তোলার হিড়িক,পুজো দিয়ে প্রনাম করছে অনেকেই।