হাওড়া ,২০ সেপ্টেম্বর:- বেসরকারি সংস্থার হাতে রেলকে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল। শনিবার সকালে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, আইএনটিটিইউসির হাওড়া জেলা সভাপতি অরূপেশ ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া ১৫১ টি ট্রেনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ১৫টি রুটের দূরপাল্লার ট্রেনও। গত ডিসেম্বর মাসেই এই ১৫১টি ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নীতি আয়োগ। বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই ওই ট্রেন চালাতে আগ্রহী বলে জানিয়েছিল।
এই বেসরকারিকরণের প্রতিবাদেই এদিন হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ হয় তৃণমূল ট্রেড ইউনিয়নের তরফে। রেলের বেসরকারিকরণের প্রতিবাদে এদিন নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতৃত্ব। এদিন অরূপ রায় বলেন, রেল যাতে বেসরকারিকরণ না হয় কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। লাভজনক সংস্থাগুলিকে বেসরকারিকরণের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলবে। অরূপেশ ভট্টাচার্য বলেন, রেল বেসরকারিকরণ হলে এর সর্বাত্মক প্রভাব পড়বে। ট্রেনের টিকিটের দাম বাড়বে। দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়বে। অনেকে কাজ হারাবেন। এর বিরুদ্ধে একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন।