এই মুহূর্তে কলকাতা

১৮ ই জুলাই থেকে বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু।

কলকাতা, ২ জুলাই:- রাজ্য সরকার আগামী শিক্ষা বর্ষের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনক্ষণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় ভাবে না হলেও এবছর সম্পূর্ণ ভাবে অনলাইনেই ভর্তি প্রক্রিয়া চলবে বলে রাজ্যের শিক্ষা দফতর জানিয়েছে। আজ শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৮ জুলাই থেকে বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হবে। তা চলবে৫ অগাস্ট পর্যন্ত।১৬ তারিখ থেকে কলেজগুলি মেধা তালিকা প্রকাশ করার কাজ শুরু করবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজগুলিকে ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।স্নাতকের নতুন সেমেস্টার শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। একইরকম ভাবে ১লা সেপ্টেম্বর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর।২০ সেপ্টেম্বর থেকে মেধা তালিকা প্রকাশ করা হবে।২১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। ১ লা নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতোকত্তরের ক্লাস শুরু হবে।১ লা সেপ্টেম্বর থেকেই বিএড ও এমএডের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে শিক্ষা দফতর জানিয়েছে। ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ ও পক্ষপাতমুক্ত রাখতে বেশ কিছু পদক্ষেপের কথাও ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আবেদন থেকে ভর্তির ফি নেওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়া অনলাইনেই করতে হবে।ভর্তি চলাকালীন কোনও পড়ুয়াকে ক্যাম্পাসে আসতে হবেনা।আবেদনের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আলাদা কোনও ফি নিতে পারবে না।