এই মুহূর্তে জেলা

সরকারি ঘোষণার পরেও পর্যাপ্ত রেশন না মেলায় ক্ষোভ মানুষের।

চিরঞ্জিত ঘোষ,৩ এপ্রিল:- এই দুঃসময়ে রেশনের কোনো ঘাটতি হবেনা  মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছেন মানুষ সেই অনুযায়ী রেশন পাবেন। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানালেন যে কিছু কিছু জায়গায় যানবাহনের অসুবিধার জন্য রেশন ডিলাররা পুরো মাল তুলতে পারেনি যার জন্য কিছু কিছু জায়গায় কার্টেলমেন্ট করতে হচ্ছে।  কিন্তু তার মানে এই নয় মানুষ রেশন পাবেন না। দু একদিনের মধ্যেই পুরো মাল এসে গেলে তাদের প্রাপ্য রেশন পেয়ে যাবেন। রেশন বন্টন নিয়ে এক শ্রেণীর মানুষের মধ্যে ভুল ধারণা হয়েছে ।তাদের ধারণা হচ্ছে ৫ কিলো করে চাল পাওয়া যাবে। কিন্তু তা নয় পাঁচ কিলো করে খাদ্যবস্তু তারা পাবেন এর মধ্য রয়েছে দু কিলো চাল তিন কিলো গম বা আটা মানুষ পাবে এবং বিনা পয়সায় পাবে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                              তার সঙ্গে কিছু কিছু মানুষ বলেছেন যে সমস্ত কার্ড গুলি যে ১৩ টাকা কিলো চাল ও ৯ টাকা কিলো দরে চাল দেওয়া হয়। তা যেন বিনা পয়সায় দেবার বন্দোবস্ত করা হয়। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ তিনি যেন এই সংকটকালে তাদের রেশনটা ফ্রি করে দেন । কারণ অনেক মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না অর্থসংকটে পড়েছেন তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই বিনীত আবেদন ।অন্যদিকে ডানকুনি পুরসভার প্রধান হাসিনা শবনম জানিয়েছেন পুর সভার পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি ।মানুষের ভয় পাবার কোন কারন ।নেই পর্যাপ্ত রেশন ডিলারদের কাছে আছে এবং প্রত্যেকেই তাদের প্রাপ্য খাদ্যবস্তু পেয়ে যাবেন। এ ব্যাপারে সরকার ও সজাগ । পুরসভা এই বিষয়টা লক্ষ্য রাখছে । এবং আমাদের যে সমস্ত অফিসাররা আছেন তারা নিজেরাও এ ব্যাপারে ওয়াকিবহাল । কোনরকম ভয়ের কোন কারণ নেই যে মানুষ রেশন পাবেন না।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.