চিরঞ্জিত ঘোষ,৩ এপ্রিল:- এই দুঃসময়ে রেশনের কোনো ঘাটতি হবেনা মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছেন মানুষ সেই অনুযায়ী রেশন পাবেন। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানালেন যে কিছু কিছু জায়গায় যানবাহনের অসুবিধার জন্য রেশন ডিলাররা পুরো মাল তুলতে পারেনি যার জন্য কিছু কিছু জায়গায় কার্টেলমেন্ট করতে হচ্ছে। কিন্তু তার মানে এই নয় মানুষ রেশন পাবেন না। দু একদিনের মধ্যেই পুরো মাল এসে গেলে তাদের প্রাপ্য রেশন পেয়ে যাবেন। রেশন বন্টন নিয়ে এক শ্রেণীর মানুষের মধ্যে ভুল ধারণা হয়েছে ।তাদের ধারণা হচ্ছে ৫ কিলো করে চাল পাওয়া যাবে। কিন্তু তা নয় পাঁচ কিলো করে খাদ্যবস্তু তারা পাবেন এর মধ্য রয়েছে দু কিলো চাল তিন কিলো গম বা আটা মানুষ পাবে এবং বিনা পয়সায় পাবে।
তার সঙ্গে কিছু কিছু মানুষ বলেছেন যে সমস্ত কার্ড গুলি যে ১৩ টাকা কিলো চাল ও ৯ টাকা কিলো দরে চাল দেওয়া হয়। তা যেন বিনা পয়সায় দেবার বন্দোবস্ত করা হয়। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ তিনি যেন এই সংকটকালে তাদের রেশনটা ফ্রি করে দেন । কারণ অনেক মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না অর্থসংকটে পড়েছেন তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই বিনীত আবেদন ।অন্যদিকে ডানকুনি পুরসভার প্রধান হাসিনা শবনম জানিয়েছেন পুর সভার পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি ।মানুষের ভয় পাবার কোন কারন ।নেই পর্যাপ্ত রেশন ডিলারদের কাছে আছে এবং প্রত্যেকেই তাদের প্রাপ্য খাদ্যবস্তু পেয়ে যাবেন। এ ব্যাপারে সরকার ও সজাগ । পুরসভা এই বিষয়টা লক্ষ্য রাখছে । এবং আমাদের যে সমস্ত অফিসাররা আছেন তারা নিজেরাও এ ব্যাপারে ওয়াকিবহাল । কোনরকম ভয়ের কোন কারণ নেই যে মানুষ রেশন পাবেন না।Related Articles
ভোট দিলেন অধীর চৌধুরী।
বহরমপুর , ২৯ এপ্রিল:- ভোট দিলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ বহরমপুরের কাশিমবাজার পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন। ভোট দিয়ে অধীর বাবু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্তোষ প্রকাশ করেন। Post Views: 245
রাজ্যে গড়ে উঠবে একাধিক উপনগরী , ঘোষণা আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিমের।
কলকাতা , ৩০ জুলাই:- রাজ্যে রাজারহাট নিউটাউনের ধাঁচে একাধিক উপনগরী গড়ে তোলা হবে হবে বলে আবাসনমন্ত্রী তথা হিডকো-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন। হিডকো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আজ তিনি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কীভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলিকে সস্তায় জমি দিয়ে সাহায্য করা যায় তা ওই বৈঠকের মূল আলোচ্য ছিল। একইসঙ্গে হিডকোর আগামী […]
বাড়ির সামনে বাইক সারানোর গ্যারেজ করতে আপত্তি , দুষ্কৃতী হামলায় জখম ‘ক্যানসার’ আক্রান্ত ব্যক্তি।
হাওড়া, ৬ ডিসেম্বর:- বাড়ির সামনে বাইক সারানোর গ্যারেজ করা যাবে না বলে আপত্তি জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। এই কারণে ‘ক্যানসার’ আক্রান্ত এক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় মারধর করে পালাল দুষ্কৃতিরা। শুধু তাই নয়, স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। শনিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুরের বৈষ্ণব মল্লিক লেনে। অভিযোগ, দুষ্কৃতিরা এসে হুমকি দিতে থাকে। দুষ্কৃতিদের […]