চিরঞ্জিত ঘোষ,৩ এপ্রিল:- এই দুঃসময়ে রেশনের কোনো ঘাটতি হবেনা মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছেন মানুষ সেই অনুযায়ী রেশন পাবেন। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানালেন যে কিছু কিছু জায়গায় যানবাহনের অসুবিধার জন্য রেশন ডিলাররা পুরো মাল তুলতে পারেনি যার জন্য কিছু কিছু জায়গায় কার্টেলমেন্ট করতে হচ্ছে। কিন্তু তার মানে এই নয় মানুষ রেশন পাবেন না। দু একদিনের মধ্যেই পুরো মাল এসে গেলে তাদের প্রাপ্য রেশন পেয়ে যাবেন। রেশন বন্টন নিয়ে এক শ্রেণীর মানুষের মধ্যে ভুল ধারণা হয়েছে ।তাদের ধারণা হচ্ছে ৫ কিলো করে চাল পাওয়া যাবে। কিন্তু তা নয় পাঁচ কিলো করে খাদ্যবস্তু তারা পাবেন এর মধ্য রয়েছে দু কিলো চাল তিন কিলো গম বা আটা মানুষ পাবে এবং বিনা পয়সায় পাবে।
তার সঙ্গে কিছু কিছু মানুষ বলেছেন যে সমস্ত কার্ড গুলি যে ১৩ টাকা কিলো চাল ও ৯ টাকা কিলো দরে চাল দেওয়া হয়। তা যেন বিনা পয়সায় দেবার বন্দোবস্ত করা হয়। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ তিনি যেন এই সংকটকালে তাদের রেশনটা ফ্রি করে দেন । কারণ অনেক মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না অর্থসংকটে পড়েছেন তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই বিনীত আবেদন ।অন্যদিকে ডানকুনি পুরসভার প্রধান হাসিনা শবনম জানিয়েছেন পুর সভার পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি ।মানুষের ভয় পাবার কোন কারন ।নেই পর্যাপ্ত রেশন ডিলারদের কাছে আছে এবং প্রত্যেকেই তাদের প্রাপ্য খাদ্যবস্তু পেয়ে যাবেন। এ ব্যাপারে সরকার ও সজাগ । পুরসভা এই বিষয়টা লক্ষ্য রাখছে । এবং আমাদের যে সমস্ত অফিসাররা আছেন তারা নিজেরাও এ ব্যাপারে ওয়াকিবহাল । কোনরকম ভয়ের কোন কারণ নেই যে মানুষ রেশন পাবেন না।Related Articles
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহার , ৩০ নভেম্বর:- আগামী ১৫ তারিখ কোচবিহারে আসছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সুত্রে জানা গেছে, আগামী ১৫ তারিখ কোচবিহারের দলীয় কর্মসূচীতে যোগদান করবেন। তবে ওই কোথায় ওই দলীয় কর্মসূচী হবে তা এখন ঠিক করা হয় নি। এবিষয়ে কোচবিহার জেলার তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, সম্ভাব্য আগামী ১৫ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা […]
ভ্যাকসিন নেবার পর চুম্বকীয় শরীর , শিলিগুড়ির পর কোন্নগরে।
হুগলি , ১৪ জুন:- শিলিগুড়ির পর কোন্নগর করোনা ভ্যাকসিন কোভিশিল্ড নেওয়ার পর চুম্বকের মতো শরীরে আটকে যাচ্ছে যেকোনো লোহার জিনিস। কোন্নগর এম এন বোস এলাকার ব্যাবসায়ী গৌতম কুমার দে কয়েকদিন আগেই ভ্যাকসিন নিয়েছিলেন। কিন্তু আজ আচমকাই ১০ টাকার কয়েক বুকে রাখলে সেটা লেগে যায় তারপর লোহার যে কোনো জিনিস শরীরে লাগালে সেটা চুম্বকের মতো লেগে […]
সৌমিত্র খাঁ কে গ্রেপ্তারের প্রতিবাদে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ যুব মোর্চা কর্মীদের ।
বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর:- রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা আসানসোলের বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি কে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গতকাল আসানসোলে অবস্থান-বিক্ষোভে সামিল হলে তাকে গ্রেপ্তার করা হয়। তারই প্রতিবাদে শনিবার বিষ্ণুপুর শহরে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন বিষ্ণুপুর […]