চিরঞ্জিত ঘোষ,৩ এপ্রিল:- এই দুঃসময়ে রেশনের কোনো ঘাটতি হবেনা মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছেন মানুষ সেই অনুযায়ী রেশন পাবেন। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানালেন যে কিছু কিছু জায়গায় যানবাহনের অসুবিধার জন্য রেশন ডিলাররা পুরো মাল তুলতে পারেনি যার জন্য কিছু কিছু জায়গায় কার্টেলমেন্ট করতে হচ্ছে। কিন্তু তার মানে এই নয় মানুষ রেশন পাবেন না। দু একদিনের মধ্যেই পুরো মাল এসে গেলে তাদের প্রাপ্য রেশন পেয়ে যাবেন। রেশন বন্টন নিয়ে এক শ্রেণীর মানুষের মধ্যে ভুল ধারণা হয়েছে ।তাদের ধারণা হচ্ছে ৫ কিলো করে চাল পাওয়া যাবে। কিন্তু তা নয় পাঁচ কিলো করে খাদ্যবস্তু তারা পাবেন এর মধ্য রয়েছে দু কিলো চাল তিন কিলো গম বা আটা মানুষ পাবে এবং বিনা পয়সায় পাবে।
তার সঙ্গে কিছু কিছু মানুষ বলেছেন যে সমস্ত কার্ড গুলি যে ১৩ টাকা কিলো চাল ও ৯ টাকা কিলো দরে চাল দেওয়া হয়। তা যেন বিনা পয়সায় দেবার বন্দোবস্ত করা হয়। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ তিনি যেন এই সংকটকালে তাদের রেশনটা ফ্রি করে দেন । কারণ অনেক মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না অর্থসংকটে পড়েছেন তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই বিনীত আবেদন ।অন্যদিকে ডানকুনি পুরসভার প্রধান হাসিনা শবনম জানিয়েছেন পুর সভার পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি ।মানুষের ভয় পাবার কোন কারন ।নেই পর্যাপ্ত রেশন ডিলারদের কাছে আছে এবং প্রত্যেকেই তাদের প্রাপ্য খাদ্যবস্তু পেয়ে যাবেন। এ ব্যাপারে সরকার ও সজাগ । পুরসভা এই বিষয়টা লক্ষ্য রাখছে । এবং আমাদের যে সমস্ত অফিসাররা আছেন তারা নিজেরাও এ ব্যাপারে ওয়াকিবহাল । কোনরকম ভয়ের কোন কারণ নেই যে মানুষ রেশন পাবেন না।Related Articles
সংযুক্ত মোর্চার শরিক বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ইশতেহার প্রকাশের আগে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে।
কলকাতা , ১১ মার্চ:- সংযুক্ত মোর্চার শরিক বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ইশতেহার প্রকাশের আগে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে। ফ্রন্টের খসড়া ইশতেহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আগামী কুড়ি মার্চ এর মধ্যে ফ্রন্টের ভবিষ্যত কর্মসূচি সম্পর্কে নিজেদের মতামত দেওয়ার জন্য রাজ্যবাসী কাছে আবেদন জানান। পাশাপাশি ওই খসরা ইশতেহারের প্রতিলিপি সংযুক্ত মোর্চার আরো দুই […]
মাটি খুঁড়তে গিয়ে বিস্ফোরণে জখম ২ যুবক।
হাওড়া, ১২ মার্চ:- হাওড়ার লিলুয়া থানা এলাকার বেলগাছিয়া রেল ইয়ার্ডের কাছে শনিবার সকালে মাটি খুঁড়তে গিয়ে বিস্ফোরণে আহত হন দুই যুবক। এদেরকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। সূত্রের খবর, শনিবার সকালে সেখানে জঙ্গল পরিষ্কারের কাজ হচ্ছিল। তখনই মাটি খুঁড়তে গিয়ে ঘটনাটি ঘটে। আহত হন দুই যুবক। মিঠুন শেখ ও মুসাফিরকে আহত অবস্থায় হাসপাতালে আনা […]
ভোট পরবর্তী হিংসা মন্তেসরে , তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে আহত দুই পক্ষের বেশ কয়েকজন।
পূর্ব বর্ধমান, ১৮ এপ্রিল:-বিধানসভা ভোট শেষ হতেই মন্তেশ্বরের তুল্লা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় আহত হলেন কয়েকজন মহিলা। আহতদের চিকিৎসার জন্য মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর গুরুতর আহত চার জনকে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে। তৃণমূলের অভিযোগ বোমা, ধারালো অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাস তৈরি করেছে বিজেপির লোকজন। অন্যদিকে বিজেপির অভিযোগ, এলাকায় […]