এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে হাওড়ায় গরীব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।

 

হাওড়া ,৩০ মার্চ:- করোনা মোকাবিলায় রাজ্য সরকারের করোনা ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। এছাড়াও প্রশাসনের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও। এমনকি অনেক সাধারণ মানুষও এই মহৎ কাজে এগিয়ে এসেছেন। সোমবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর লেনে জয়হিন্দ বাজারে এলাকার বিশিষ্ট সমাজসেবী মোহন বসুর উদ্যোগে এলাকার গরীব পরিবারগুলির হাতে বিনামূল্যে চাল, ডাল, আলু, হলুদ, নুন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও আরো কিছু খাদ্যসামগ্রী বিতরণের জন্য এদিন শিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিবপুর থানার আধিকারিকরা ছাড়াও হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ট্রাফিক – ২ অশোকনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। এদিন প্রায় শতাধিক পরিবারের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। মোহনবাবু বলেন, আমরা আজকে থেকেই কাজ শুরু করলাম।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                      আগামী দিনেও এইভাবে সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে থানার মাধ্যমে। এদিন প্রায় ১০০টি পরিবার পিছু ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, নুন ও হলুদ প্যাকেট বিতরণ করা হয়। পাশাপাশি, এদিন হাওড়ার ২৫ নং ওয়ার্ডের বিবেকানন্দ শিশু উদ্যানে এলাকার প্রায় ১,২০০টি পরিবারের হাতে চাল, ডাল, আলু বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, এলাকার প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাস প্রমুখ। অন্যদিকে, এদিন সকালে হাওড়ার ৫০ নং ওয়ার্ডের কোনা, সুকান্ত পল্লি সহ বিভিন্ন এলাকার গরীব পরিবারের হাতে আটা, গুঁড়ো দুধ, পাঁউরুটি তুলে দেন প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা। অন্যদিকে, হাওড়ার চারাবাগান নেতাজি সংঘ ক্লাবের পক্ষ থেকে স্থানীয় মানুষের হাতে ময়দা, আটা এবং মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়াও চাটার্জিহাট থানার মাধ্যমে করোনা ত্রাণ তহবিলে ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.