এই মুহূর্তে জেলা

গ্যাসের চাহিদা থাকলেও মিলছে না , হোম ডেলিভারি না হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকরা ।

 

 বাঁকুড়া , ৩০ মার্চ:- গ্যাসের চাহিদা রয়েছে গ্যাসের আমদানিও রয়েছে অন্যান্য দিনের মতো , কিন্তু তারপরও গ্যাস নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের , সৌজন্যে নোবেল করোনাভাইরাস । এই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রমণ রোধের জন্য দেশজুড়ে চলছে লকডাউন । সকল সাধারণ মানুষ গৃহবন্দি হয়ে রয়েছেন । নিজের অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না । তবে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে অন্যতম রান্নার গ্যাস আর এই গ্যাস নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষদের ।

There is no slider selected or the slider was deleted.

এ মুহূর্তে করোনা আতঙ্ক গ্রাস করেছে সকল সাধারণ মানুষকে এর ফলে গ্যাসের আমদানি থাকলেও হোম ডেলিভারি বয় আসছে না ফলে রীতিমতো রান্নার গ্যাস নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বিষ্ণুপুরের সাধারণ মানুষদের । গ্যাস নিতে লম্বা লাইন সাধারণ মানুষের তবে দেখা নেই হোম ডেলিভারি বয়ের । সাধারন মানুষদের মধ্যে কেউ গাড়ি থেকে গ্যাস নামাতে ব্যস্ত আবার কেউ গ্যাস নিয়ে ভ্যান খুঁজতে রীতিমতো এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন । সবমিলিয়ে লকডাউন এর মত কঠিন পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ ।

There is no slider selected or the slider was deleted.

এক এলপিজি ডিলার বলেন , এ মুহূর্তে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন আর সে কারণেই হোম ডেলিভারি বয়রা আসছেন না । ফলে গ্যাস গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিতে সমস্যায় পড়তে হচ্ছে । সুমন কুমার দাস নামে এক এলপিজি গ্রাহক বলেন , গ্যাস বুকিং করেছি ক্যাশমেমো বেরিয়ে গেছে কিন্তু তারপরে অনেকদিন ধরে দেখছি বাড়িতে গ্যাস যাচ্ছে না ফলে দারুন সমস্যায় পরতে হচ্ছে । তাই বাধ্য হয়ে নিজেই গ্যাস নিতে এলাম ।চঞ্চল বাগদী নামে এক হোম ডেলিভারি বয় জানান , আমরা কাজে আসছি পেটের দায়ে এছাড়াও এমার্জেন্সি কাজ তাই আতঙ্ক থাকলেও আমাদের কাজে আসতে হচ্ছে ।

There is no slider selected or the slider was deleted.