প্রদীপ সাঁতরা ,২৯ মার্চ:- লকডাউন মানার অনুরোধ নিয়ে জনতার কাছে আবেদন জানালেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা। শনিবার ভারত সেবাশ্রমের থেকে সন্ন্যাসীরা এই আবেদন করেন। তারা জানান সরকারের ডাকে সব দেশবাসীর সাড়া দেওয়া উচিত।ভারত সেবাশ্রম সরকারের ডাকে সাড়া দিয়েছে। মিশনের আমাদের সকল সন্ন্যাসী লকডাউন মানবেন। করোনা আটকাতে লকডাইন মানাটা জরুরী। তাই লকডাউন মানা সকল দেশবাসীর উচিত বলে জানান ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা।