সোজাসাপটা ডেস্ক ,২৩ জুন:- যেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জগৎবিখ্যাত পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবার কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে কয়েক লক্ষ মানুষের জনসমাগম ঘটে জগন্নাথ দেবের ঐতিহাসিক পুরীতে। এবারে কিন্তু আদালতের নির্দেশে শহরে কার্ফু জারি রয়েছে। এবং সরকারি নিয়মে ও গাইডলাইন মেনে করোনার আবহে এবারে লোক সংখ্যা ছিল প্রায় হাতে গোনা। সুপ্রিম কোর্ট যে সমস্ত গাইডলাইনগুলো উদ্যোক্তাদের দিয়েছিল তা অক্ষরে অক্ষরে মেনে আজকের রথযাত্রা হয় । জগন্নাথ ,বলরাম ,সুভদ্রার তিনটি রথ টানার জন্য দেড় হাজার সেবাইত হাজির ছিলেন। জগন্নাথ দেবের রথ তালধ্বজ ,বলভদ্র এর রথ নান্দীঘোষ ,এবং সুভদ্রার রথ দর্পদোলন। তার আগে প্রত্যেককে সরকারি নির্দেশ মতো স্যানিটাইজ করতে হয়েছে। তবে এবারে যারা রথের দড়িতে টান দিয়েছেন প্রত্যেককেই সামাজিক দূরত্ব যেমন মেন্টেন করতে হয়েছে তার সঙ্গে সঙ্গে প্রতিষেধক ব্যবহার করেছেন। এদিকে সকাল সাতটার মধ্যে বিভিন্ন ধর্মীয় আচার নীতি সারা হয়। পুরীর মহারাজার রীতি অনুযায়ী পথে ঝাড়ু দেন। এবং বেলা বারোটার সময় জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মাসির বাড়ি রওনা দেয়। তিন কিলোমিটার পথ পেরিয়ে মহাপ্রভুর রথ পৌঁছেয় গুন্ডিচাবাড়ি।