এই মুহূর্তে জেলা

চল্লিশ বছর পর অবশেষে পালাবদল।বেলুড়ের হিন্দালকো’তে জিতল তৃণমূল।


 

হাওড়া , ২০ মার্চ:-  করোনা আতঙ্কের মধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। বেলুড়ের হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিক সংগঠনের নির্বাচনে সাফল্য এল তৃণমূলের ঘরে। একটানা চল্লিশ বছর ধরে এখানকার ইউনিয়ন ধরে রেখেছিল বাম সংগঠন সিটু। গত ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রথমবার এখানে জয়ের মুখ দেখল রাজ্যের শাসক দল তৃণমূল। স্বাভাবিকভাবেই এই জয়ে উচ্ছ্বসিত সেখানকার তৃণমূল নেতৃত্ব। এখানে একটি আসনে আগামী ২৩ তারিখ এখানে নির্বাচন হওয়ার কথা ছিল। মনোনয়ন জমা পড়েছিল ১০টি। শেষমেশ অন্য দলের প্রার্থীরা তাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ায় তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এই জয় সম্পর্কে তৃণমূল নেতা কৈলাস মিশ্র বলেন, হিন্দালকো’তে আজকে আমাদের জয় হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                            ১৯৯৮ সালে পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা এখানে জিততে পারিনি। লড়াই চলছিল অনেকদিন ধরেই। আমাদের বিরুদ্ধে অনেক কুৎসা, অপপ্রচার করা হয়েছিল। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলে মিলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে জয় পেলাম। আগামী ২৩ তারিখ এখানে নির্বাচন ছিল। সিটু এবং কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছিল। মোট ১০টি মনোনয়ন জমা পড়েছিল। তারাও পরে বুঝতে পেরেছে যে তাদের সঙ্গে কোনও শ্রমিক নেই। বাধ্য হয়েই তারা প্রার্থী প্রত্যাহার করে নেয়। এরফলে আমাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান। এদিকে হিন্দলকো’তে তৃণমূলের জয়ী প্রার্থী বলেন, এটি একটি ঐতিহাসিক জয়। আমরা চেষ্টা করব শ্রমিকদের পাশে থাকার। শ্রমিক স্বার্থে জন্য কাজ করার।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.