এই মুহূর্তে জেলা

নকশালবাড়ির মেরিভিউর হলদিবাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত বনকর্মীরা,ভাঙচুর করা হয় একাধিক গাড়ি।


 

দার্জিলিং, ১৯ মার্চ :-  বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মেরিভিউ হলদিবাড়ি চা এলাকায় অভিযান এসএসবি,পুলিশ ও বনদফতর যৌথ ভাবে। এরপর সেখানে বেশকিছু বাড়ি থেকে অবৈধ কাঠ উদ্ধার করে। এবং অবৈধ কাঠ উদ্ধার করে আনার সময় স্থানীয়রা সেই সব কাঠ উদ্ধারে বাধাদেয়। এরপর বনকর্মী থেকে শুরু করে এসএসএবির জওয়ানরা কোন কিছু বুঝে উঠার আগেই তাদের চারদিক থেকে ঘিরে নেয়। এবং বনকর্মীদের তাদের গাড়ি লক্ষ্য করে ইট,পাথার ছুড়তে থাকে। এরপর সেখান থেকে কোন রকম প্রাণে বেঁচে ফিরে। এই ঘটনায় বনকর্মীদের ১০ থেকে ১২টি গাড়ি ভাঙচুর করা হয়। এবং আহত হন প্রায় ২০ জন বনকর্মী। এরপর আহতদের প্রথমে নকশালবাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায় হয়। এবং তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে দার্জিলিং এর ডিএফও জিজু আগারওয়াল বলেন যে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.