এই মুহূর্তে জেলা

করোনার জেরে যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ায় এবার দূরপাল্লার বেশ ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল।


 

হাওড়া,১৭ মার্চ :-  করোনা ভাইরাসের আতঙ্কের জেরে যাত্রী কম হওয়ায় এবার বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে আগামী ২৪ মার্চ ও ৩১ মার্চ হাওড়া থেকে মুম্বাইগামী দুরন্ত এক্সপ্রেস(১২২৬২), ২৫ মার্চ ও ১ এপ্রিলের মুম্বই হাওড়া দুরন্ত এক্সপ্রেস (১২২৬১), আগামী ২০ মার্চ ও ৩১ মার্চ টাটানগর-রাঁচী-টাটানগর এক্সপ্রেস , ২০ মার্চ ও ৩১ মার্চের হাওড়া সুপার এ সি এক্সপ্রেস (১২৮৪৭/১২৮৪৮), এছাড়াও রাউরকেল্লা-বারবিল- রাউরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস, বারবিল-ডাংগোয়াপোশি-বারবিল রুটে ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলাচল করবে। সাঁতরাগাছি -চেন্নাই সেন্ট্রাল সুবিধা স্পেশাল ২১মার্চ ও ২৮ মার্চের জন্য বাতিল করা হয়েছে। ২০ মার্চ ও ২৭ মার্চের পুরী-সাঁতরাগাছি স্পেশাল এবং ২১ও ২৮ মার্চের সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেনও বাতিল করার কথা ঘোষণা করেছে দক্ষিন-পূর্ব রেল কর্তৃপক্ষ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.