এই মুহূর্তে খেলাধুলা

সঙ্কট থেকে সঙ্কটতর পিকে।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ মার্চ::-  খেলোয়াড় জীবনে লড়েছেন অনেক ঘাত প্রতিঘাতের সঙ্গে। কোচিং কেরিয়ারেও গোলাপের মধ্যে কাঁটা ছিল। তবে তিনি ময়দানের পিকে বন্দ্যোপাধ্যায় হলেন ময়দানি লড়াইয়ে আরেক নাম। আর জীবনের শেষসময়ে এসেও মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন সকলের প্রিয় প্রদীপ দা। তাঁর অবস্থা যত সময় যাচ্ছে সঙ্কট থেকে সঙ্কটজনক হচ্ছে। বহু দিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন পিকে। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি আরো বেশি করে হয়। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। পিকের শারীরিক অবস্থার খবর পেয়ে দ্রুত মুকুন্দপুরের মেডিকা হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস , দমকলমন্ত্রী সুজিত বসু  , পিকের ভাই প্রসূন বন্দ্যোপাধ্যয়, বিদেশ বসু । চেয়ারম্যান ও কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডক্টর কুণাল সরকার বললেন, শেষ কয়েকদিন ধরেই সব রকম চেষ্টা  চলছে। এমন কিছু ছিল না যা আমরা বাকি রাখিনি। আজ হটাৎ করেই প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের অবস্থার মারাত্মক অবনতি হয়। ওঁর রক্তচাপ বেড়ে গিয়েছে । এই অবস্থা থেকে পুরোপুরি সুস্থ হওয়া খুব কঠিন। তাতেও আমরা আশা ছাড়ছি না। যে কোনো সময়ে যা কিছু ঘটতে পারে। আমাদের এখন শুধু প্রার্থনা করা ছাড়া উপায় নেই। নিউমোনিয়ার জেরেই প্রবাদপ্রতিম ফুটবলারের শ্বাসকষ্ট হচ্ছে। এ ছাড়া প্রাক্তন অলিম্পিয়ানের হৃদযন্ত্রেও সমস্যা আছে। তাছাড়া তাঁর জটিল স্নায়ূর রোগ অনেক পুরনো। আবেগপ্রবণ হয়ে পড়েন  পিকের ভাই প্রসূন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেন পিকের সব চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.