হাওড়া, ৯ মার্চ :- রাতের শেষ লোকাল ট্রেনে মহিলা যাত্রীর টাকাপয়সা, মোবাইল ফোন লুঠ। বাধা দিলে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ এবার হাওড়ায়। রবিবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের কাছে। জানা গেছে, মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ওই মহিলা মল্লিকা সিং(৩০) হাওড়া থেকে লাস্ট মেচেদা লোকালে উঠেছিলেন বাড়ি ফেরার জন্য। এরপর ট্রেন যখন টিকিয়াপাড়া স্টেশনের কাছে আসে তখন কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ট্রেনে উঠে ওই মহিলার সঙ্গে অভব্যতা শুরু করে। এরপর তাঁর কাছে থাকা নগদ প্রায় আট হাজার টাকা ও দামী মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ওই মহিলা যাত্রী বাধা দিলে তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর রাত দেড়টা নাগাদ ব্যাঁটরা থানার পুলিশ যখন টিকিয়াপাড়া স্টেশনের রেল লাইনের নিচে দিয়ে পেট্রোলিং করছিল তখন ওই মহিলার আর্তনাদ শুনতে পায়। খবর দেওয়া হয় আরপিএফ ও জিআরপি’তে। এরপর তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জিআরপি ঘটনার তদন্তে নেমেছে। এদিকে, রাতের ট্রেনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।