নদীয়া,৮ মার্চ:- আসন্ন পোর নির্বাচন কে মাথায় রেখে শান্তিপুর বি জে পির শহর মন্ডলের উদ্দোগে কর্মী সন্মেলনে শান্তিপুর বারটি ওয়ার্ডের সিপিএম ও তৃণমূল ছেড়ে ৪০০ কর্মী বিজেপিতে যোগ দিলেন । উপস্থিত ছিলেন নদীয়া জেলার দক্ষিণের সভাপতি অশোক চক্রবর্তীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে দিলেন । পৌর নির্বাচনের আগে দলে যোগ দেওয়াই শাসক দলের ভিতরে গুজ্ঞন শুরু হয়েছে ।
Related Articles
পঞ্চম দফায় ৩০% বুথ অতিস্পর্শকাতর : সূত্র কমিশন
কলকাতা , ১৫ এপ্রিল:-আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফার নির্বাচনকে সুস্ঠ এবং স্বাভাবিক করতে দফায় দফায় নির্বাচন এর সঙ্গে জড়িত জেলাশাসকের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন । নির্বাচন কমিশন সূত্রে খবর পঞ্চম দফায় মোট বুথের ৩০ শতাংশ বুথ অতিস্পর্শকাতর । স্পর্শ কাতর বুধ গুলির মধ্যে সিংহভাগ বুথই রয়েছে নদীয়া এবং উত্তর ২৪ পরগনায়। […]
নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে খুনের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন।
কলকাতা, ২৩ মে:- নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে অবিলম্বে ঘটনার রিপোর্ট দিতে বলা হয়েছে। ষষ্ঠ দফায় আগামী ২৫ মে তমলুকে ভোটগ্রহণ। তার আগে খুনের ঘটনায় নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি মহিলা কর্মী খুনের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন। প্রসঙ্গত বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় […]
ক্রসবার ইস্টবেঙ্গলকে প্রথম পয়েন্ট উপহার করল।
ইস্টবেঙ্গল: ০ জামশেদপুর: ০ প্রসেনজিৎ মাহাতো, ১০ ডিসেম্বর:- আইএসএলে হারের হ্যাটট্রিকের পর অবশেষে তিলক ময়দানে আইএসএলে পয়েন্টের খাতা খুলল এস সি ইস্টবেঙ্গল। দশ জনে লড়াই করে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য অবস্থায় অমীমাংসিত থাকে। গত ম্যাচের থেকে প্রথম একাদশে চারটে বদল আনেন ফাউলার। জেজে শুরু থেকে নামলেও সেভাবে কার্যকরী হয়ে উঠতে ব্যর্থ। কিন্তু গোটা ম্যাচে ঝলমলে মহম্মদ […]