হুগলি,২৬ ফেব্রুয়ারি:- পোলবার পুলকার কান্ডে অবশেষে গ্রেপ্তার হলো গাড়ির চালক পবিত্র দাস। গত ১৪ ই ফেব্রুয়ারি শ্রীরামপুর থেকে চুঁচুড়ায় একটি ইংরাজি মাধ্যম স্কুলে ছাত্র বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় মৃত্যু হয় ছাত্র ঋষভ সিং এর। এখনো চিকিৎসাধীন ওপর ছাত্র দিবাংশু ভগত। দুর্ঘটনায় গাড়ির আসল চালক শেখ শামিম আখতার ইতিমধ্যেই পুলিশের জালে।পুলিশ তদন্তে নেমে জানতে পারে দুর্ঘটনার দিন মাঝপথে শামিম গাড়ি থেকে নেমে পবিত্র কে স্ট্রিয়ারিং এর ভার দেয়। তারপরেই সুগন্ধায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় জখম হয় পবিত্র । এতদিন সে কল্যাণী তে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে হসপিটাল থেকে ছাড়া পেতে পোলবা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে । আজ তাকে চুঁচুড়া আদালতে তোলা হবে । পুলিশ পবিত্রকে নিজেদের হেফাজতে নিয়ে দুর্ঘটনার আসল কারণ জানতে চাইছে। পবিত্র ও শামিম কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে বলে জানা যাচ্ছে। চুঁচুড়া আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।