মালদা,১৩ ফেব্রুয়ারি:- জমির ভেতর থেকে এক শিশুকন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী সাহা পাড়া এলাকায়। প্রতিদিনের মতো আজ সকালে স্থানীয় কৃষকরা জমিতে যখন জান। সেই সময় জমির ভেতর থেকে এক শিশু কন্যার কান্নার আওয়াজ শুনতে পান। এবং সেখানে গিয়ে দেখেন এক শিশু কন্যা কান্না করছে। তার শরীরে পোশাক বলতে কিছুই ছিল না। স্থানীয় লোকজন ছুটে আছে তারপর হবিবপুর থানার পুলিশ কে খবর দেওয়া হয়।হবিবপুর থানা পুলিশ এসে ওই শিশুকন্যা থেকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডি আর এন আই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুকন্যাটি কে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুকন্যাটি মালদা মেডিকেল কলেজের মাতৃমা ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে ওই শিশুকন্যাটি কিভাবে জমির ভেতরে আসলো। তার তদন্ত শুরু করেছে হরিপুর থানার পুলিশ।
Related Articles
কলকাতাগামী ট্রেন থেকে পাখি উদ্ধার মালদায়।
মালদা, ২০ আগস্ট:- মালদায় আবারো পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে ডাউন যোগবানি কলকাতা গামি এক্সপ্রেস ট্রেনের এস ৩ কামরা থেকে টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি। পুলিশের আসার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।। মালদা টাউন স্টেশন এর জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি […]
থানা থেকে পালিয়ে সোজা গঙ্গায় ঝাঁপ ‘চোরে’র। পরে উদ্ধার।
হাওড়া, ৭ মে:- বালি থানার পুলিশের অসতর্কতায় থানা থেকে পালিয়ে গেল এক ‘চোর’। থানা থেকে সোজা দৌড়ে গঙ্গা ঝাঁপ মারে সে। অবশ্য তার পিছন পিছন তাড়া করে পুলিশও। কিন্তু গঙ্গায় ধারে গিয়ে অসহায় হয়ে যায়। সাঁতারে পটু চোর ততক্ষণে সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গিয়েছে। জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে […]
জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজের মুখেও উঠে এলো আরজি করের প্রসঙ্গ।
হাওড়া, ৩ অক্টোবর:- জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজের মুখেও উঠে এলো আরজি করের প্রসঙ্গ। বৃহস্পতিবার হাওড়ার রামরাজাতলার শঙ্কর মঠে গো ধ্বজ স্থাপনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আরজি করের ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি এদিন বলেন, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এই ধরনের ঘটনা যেমন ঘটাও ভুল […]