এই মুহূর্তে জেলা

ফসলের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা।


 

বাঁকুড়া,৩ ফেব্রুয়ারি:- বাঁকুড়া জেলায় হাতির হানায় মৃত্যু হয়েছে মোট ৫ জনের।ফসলের ক্ষতি হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকার। এবার ফসলের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় আতঙ্কিত মেজিয়ার রামচন্দ্রপুর সহ পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের বাসিন্দারা। বাঁকুড়া জেলায় হাতির সমস্যা প্রায় লেগেই রয়েছে, কোন নতুন কথা নয়, গত কয়েক বছর ধরে হাতির সমস্যায় বাঁকুড়াবাসী। বিশেষ করে উত্তর বাঁকুড়ার শালতোড়া, মেজিয়া, গঙ্গাজলঘাটি ও বডজোডার একাধিক গ্রামের মানুষ হাতির সমস্যায় জর্জরিত। কখনো ফসলের ক্ষয়ক্ষতি কখনও আবার প্রাণহানির আতঙ্ক। রামচন্দ্রপুর এলাকার কালী পাথর জঙ্গলে গতকাল রাত থেকে ঘাঁটি গেড়েছে একটি দলছুট দাঁতাল। খাবারের সন্ধানে কখনো জঙ্গল থেকে বেরিয়ে চলে আসছে লোকালয়ে। মানুষ দেখলেই শুঁড় উঠিয়ে তাড়া করছে গ্রামবাসীদের। তাই আতঙ্কে চোখে ঘুম নেই গ্রামবাসীদের। হাতি তাড়াতে বনদপ্তরের তরফে তেমন কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়ছে এলাকার বাসিন্দারা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.