এই মুহূর্তে কলকাতা

সরকারি হসপিটালের জমি দখলমুক্ত করতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার।

কলকাতা, ২০ নভেম্বর:- সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের জমি – সম্পত্তি অবিলম্বে দখলদারি মুক্ত করতে উদ্যোগী হল রাজ্য সরকার।তাদের দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এই সব দখলদারদের সরিয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের যে সব হাসপাতাল এবং মেডিকেল কলেজ চত্বর অবৈধভাবে দখল হয়ে রয়েছে আগামী ২৫ তারিখের মধ্যে তাদের সরিয়ে দিতে হবে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে পুলিশ কমিশনার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা পুলিশ সুপারদের লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, হাসপাতাল চত্বরে বেআইনি জবরদখল নিয়ে সম্প্রতি একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলে আদালত। তার জেরেই এই নির্দেশিকা বলে সূত্রের খবর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতাল চত্বর, হাসপাতাল ভবন, হাসপাতালের কর্মী আবাসন সব জায়গাতেই অবৈধভাবে যাঁরা দখল করে আছেন হঠিয়ে দিতে বলা হয়েছে। অতীতে, এই ধরণের জবরদখল হঠাতে গিয়ে অশান্তির ঘটনা ঘটেছে বিভিন্ন হাসপাতালে। এবার সেই পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।সেই কারণে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।