হুগলি,২০ জানুয়ারি:- অসহায়দের সেবায় এবারে পুলিশ এবং কনভেন্টের ছাত্ররা।অসহায় দের সেবায় নিজেদের নিয়োজিত করলো ডানকুনি থানা ও লিলুয়া ডনবক্সের ছাত্ররা ।এ দিন প্রায় শতাধিক অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে শীত বস্ত্র দেবার পাশাপাশি তাদের সাথেই মধ্যাহ্নভোজ সারলেন তারা । প্রসঙ্গত ডানকুনি থানার আইসি অনিরুদ্ধ সরকার প্রাক্তন কনভেন্ট ছাত্র , তিনি লিলুয়া ডনবক্স থেকেই শিক্ষা জীবন শুরু করেন ডানকুনি থানার এলাকায় তার নজরে আসে কিছু দরিদ্র মানুষের যাদের প্রতিদিন রুটি রুজি জোগাড় করাই দায় তার ওপরে শীতবস্ত্র কোথা দিয়ে আসবে ? এই সমস্ত মানুষদের কে নিয়েই রীতিমত পিকনিকের আয়োজন করে ফেলেন তিনি। তাকে সঙ্গ দিতে প্রাক্তন সহপাঠীরাও ছিলেন তার পাশে।