এই মুহূর্তে জেলা

অসহায়দের সেবায় ডানকুনি থানা ও লিলুয়া ডনবক্সের প্রাক্তন ছাত্ররা ।


হুগলি,২০ জানুয়ারি:- অসহায়দের সেবায় এবারে পুলিশ এবং কনভেন্টের ছাত্ররা।অসহায় দের সেবায় নিজেদের নিয়োজিত করলো ডানকুনি থানা ও লিলুয়া ডনবক্সের ছাত্ররা ।এ দিন প্রায় শতাধিক অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে শীত বস্ত্র দেবার পাশাপাশি তাদের সাথেই মধ্যাহ্নভোজ সারলেন তারা । প্রসঙ্গত ডানকুনি থানার আইসি অনিরুদ্ধ সরকার প্রাক্তন কনভেন্ট ছাত্র , তিনি লিলুয়া ডনবক্স থেকেই শিক্ষা জীবন শুরু করেন ডানকুনি থানার এলাকায় তার নজরে আসে কিছু দরিদ্র মানুষের যাদের প্রতিদিন রুটি রুজি জোগাড় করাই দায় তার ওপরে শীতবস্ত্র কোথা দিয়ে আসবে ? এই সমস্ত মানুষদের কে নিয়েই রীতিমত পিকনিকের আয়োজন করে ফেলেন তিনি। তাকে সঙ্গ দিতে প্রাক্তন সহপাঠীরাও ছিলেন তার পাশে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.