এই মুহূর্তে জেলা

জেএনইউ এর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপর ‘গেরুয়া’ হামলার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের মিছিল।

 

হাওড়া,৬ জানুয়ারি:- জেএনইউ এর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপর ‘গেরুয়া’ হামলার প্রতিবাদে পথে নামল তৃণমূল। সোমবার দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে গোলমোহর থেকে ঘাসবাগান পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন দলের হাওড়া জেলা সদর সভাপতি অনুপম ঘোষ। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরী, যুবনেতা মৃণাল দাস, পার্থ বসু, পার্থ অধিকারী, অরিজিৎ বটব্যাল, সুমিত ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ। জেলা সদর তৃণমূল যুব সভাপতি অনুপম ঘোষ বলেন,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                               রাজ্যের যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই কর্মসূচি নিয়েছি। জেএনইউ-তে যেভাবে বিজেপির গেরুয়া বাহিনী বহিরাগত গুন্ডাদের নিয়ে সাধারণ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপর অত্যাচার করেছে আমরা মনে করি এই ঘটনা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এর প্রতিবাদে সারা রাজ্যে আজকে তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ মিছিল করছে। হাওড়ায় আমরা মিছিল করলাম। জেএনইউ-র ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.